kalerkantho

শুক্রবার । ২২ নভেম্বর ২০১৯। ৭ অগ্রহায়ণ ১৪২৬। ২৪ রবিউল আউয়াল ১৪৪১     

কাশ্মীরে পদক্ষেপ নিয়ে 'যুদ্ধের বীজ বপন করেছে' ভারত : পাক সেনার মুখপাত্র

কালের কণ্ঠ অনলাইন   

৪ সেপ্টেম্বর, ২০১৯ ১৮:১৩ | পড়া যাবে ১ মিনিটেকাশ্মীরে পদক্ষেপ নিয়ে 'যুদ্ধের বীজ বপন করেছে' ভারত : পাক সেনার মুখপাত্র

এই অঞ্চলের মধ্যে কাশ্মীরের পরিস্থিতি বড় ধরনের বিপজ্জনক হয়ে গেছে। পাকিস্তানের সেনাবাহিনীর মেজর জেনারেল আসিফ গফুর এ কথা বলেছেন। বুধবার দেশটির সেনাবাহিনীর এই মুখপাত্র আরো বলেছেন, গত মাসে কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করে বিশেষ সুবিধা কেড়ে নেওয়ার জেরে এবং কাশ্মীরে ভারতের পদক্ষেপগুলো আঞ্চলিক শান্তি নষ্ট করেছে।

তিনি আরো বলেছেন, এই অঞ্চলের মধ্যে কাশ্মীর বড় ধরনের বিপজ্জনক পরিস্থিতিতে আছে। কাশ্মীরে ভারত যে ধরনের পদক্ষেপ নিয়েছে, তার ফলে যুদ্ধের বীজ বোনা হয়ে গেছে। জানা গেছে, টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেছেন।

তিনি আরো বলেন, যে সময় আঞ্চলিক এবং সারাবিশ্বেই শান্তি বিপন্ন হয়ে গেছে, তখন আমরা চাই না যে দ্বন্দ্ব আরো বেড়ে যাক।

সূত্র : খালিজ টাইমস

মন্তব্যসাতদিনের সেরা