kalerkantho

শনিবার । ১১ আশ্বিন ১৪২৭ । ২৬ সেপ্টেম্বর ২০২০। ৮ সফর ১৪৪২

অনন্য নজির গড়লেন কাশ্মীরি মেয়ে ইরমিম

কালের কণ্ঠ অনলাইন   

২৬ আগস্ট, ২০১৯ ১৪:২১ | পড়া যাবে ১ মিনিটেঅনন্য নজির গড়লেন কাশ্মীরি মেয়ে ইরমিম

দারিদ্রতাই তাঁর সঙ্গী ৷ এমন অবস্থায় উচ্চ-শিক্ষার জন্য ভাবাটাও কঠিন কাজ ৷ কিন্তু সব কিছুকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন ইরমিম শামিম ৷ জম্মু ও কাশ্মীরের রাজৌরির বাসিন্দা ইরমিম এবার ডাক্তারি পড়বেন 'এইমস' থেকে ৷ তিনিই প্রথম গুজ্জর মহিলা যিনি All India Institute of Medical Sciences-এর এন্ট্রান্স পরীক্ষায় পাশ করে সেখানে ডাক্তারি পড়বেন ৷ 

এই এন্ট্রান্স পরীক্ষায় বসার জন্য অনেক কাঠ-খোড় পোড়াতে হয়েছে ইরমিমকে ৷ সব প্রতিকৃলতাকে জয় করে অবশেষে নিজের লক্ষ্যে সফল রাজৌরির মেয়ে ৷

ইরমিমের বাড়ি জম্মু-কাশ্মীরের এক প্রত্যন্ত গ্রামে ৷ সেখানে পড়াশোনা করাই একজনের পক্ষে অনেক কঠিন কাজ ৷ সেখানে এইমসে ডাক্তারি পড়ার সুযোগ পাওয়াটা স্বভাবতই বিরাট সাফল্য ইরমিমের ৷ স্কুল যেতেই ১০ কিমি পায়ে হেঁটে যেতে হতো ৷ 

কিন্তু কোনও প্রতিবন্ধকতাই ইরমিমের জীবনে প্রাচীর হতে পারে নি ৷ যে কোনও চ্যালেঞ্জ গ্রহণ করতে তিনি প্রস্তুত বলে জানিয়েছেন ইরমিম ৷নিউজ এইটিন

মন্তব্যসাতদিনের সেরা