kalerkantho

আফগানিস্তানে এবার তুরস্ক-ভারত-ইরানকে যুদ্ধে চায় যুক্তরাষ্ট্র

কালের কণ্ঠ অনলাইন   

২৩ আগস্ট, ২০১৯ ১৭:৫৮ | পড়া যাবে ১ মিনিটেআফগানিস্তানে এবার তুরস্ক-ভারত-ইরানকে যুদ্ধে চায় যুক্তরাষ্ট্র

প্রায় ১৯ বছরের চেষ্টায়ও আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র। ২০০১ সাল থেকে দেশটিতে সন্ত্রাসবিরোধী লড়াই চলছে ওয়াশিংটনের। তবে এই লড়াইয়ে আঞ্চলিক শক্তির অংশগ্রহণ ছিল কম।

এবার তুরস্ক, ভারত ও ইরানকে আফগানিস্তানের যুদ্ধে সঙ্গী হিসেবে চাচ্ছে যুক্তরাষ্ট্র। এজন্য ‘সন্ত্রাসের বিরুদ্ধে’ দেশ তিনটিকে অংশ নেয়ার আহ্বানও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেন, আফগানিস্তানে সন্ত্রাস দমনে অন্য দেশগুলো তেমন একটা পদক্ষেপ নেয়নি। শুধু যুক্তরাষ্ট্র সেটি করছে। এবার অন্য দেশগুলো লড়াই করুক।’

২১ আগস্ট, বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বলেন।

এসময় এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা কি সেখানে আরও ১৯ বছর থাকতে পারি? একটা সময়ে এসব দেশকে আফগানিস্তানে গিয়ে যুদ্ধ করতে হবে।’

এর মাত্র এক দিন আগে যুক্তরাষ্ট্র ঘোষণায় দেয় যে, আফগানিস্তান থেকে তাদের সব সৈন্য সরানো হবে না।

সূত্র: এএফপি

মন্তব্যসাতদিনের সেরা