kalerkantho

জন্মাষ্টমীতে পদপিষ্টে মৃতদের দেখতে হাসপাতালে মমতা, ক্ষতিপূরণের ঘোষণা

কালের কণ্ঠ অনলাইন   

২৩ আগস্ট, ২০১৯ ১৪:১৬ | পড়া যাবে ২ মিনিটেজন্মাষ্টমীতে পদপিষ্টে মৃতদের দেখতে হাসপাতালে মমতা, ক্ষতিপূরণের ঘোষণা

পশ্চিমবঙ্গের কচুয়া এবং চাকলায় জন্মাষ্টমী উপলক্ষে ভিড় করেছিলেন লোকনাথ বাবার বহু অনুগামী। এর মধ্যেই কচুয়ায় ভয়াবহ দুর্ঘটনা ঘটল। পদপিষ্ট হয়ে মারা গেলেন পাঁচজন পূণ্যার্থী। এ ঘটনায় আহত হয়েছেন ২৬ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এরপরই শুক্রবার সকালে আহতদের দেখতে হাসপাতালে ছুটলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 

ওই দিন ন্যাশনাল মেডিক্যাল কলেজে গিয়ে আহতদের দেখেন মমতা। কথা বললেন তাদের পরিবারের লোকজনদের সঙ্গে। পাশাপাশি দুই মৃতের পরিবারের সঙ্গেও কথা বলেন। এরপর ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন। জানান, খুবই মর্মান্তিক ঘটনা। ‌সব মৃত্যুই কষ্টের। সাহায্য করে হয়ত সেই কষ্ট দূর করা সম্ভব নয়। তবে সরকারের পক্ষ থেকে দুর্ঘটনায় মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা, গুরুতর আহতদের এক লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। 

তিনি আরো বলেন, ‌এবার প্রচুর দর্শনার্থী কচুয়ায় গিয়েছিলেন। আর দুর্ঘটনার সময় প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। আর সে সময় আশেপাশের অস্থায়ী দোকানে অনেকে আশ্রয় নেয়। তখনই কয়েকটি দোকান ভেঙে পড়ে। উল্টোদিকে পুকুর, তার মধ্যে জায়গাটি ছোট হওয়ায় ওই জায়গা থেকে অনেকেই বেরোতে পারেনি। ফলে দুর্ঘটনা ঘটে। খুবই দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক ঘটনা। ইতোমধ্যে ওই এলাকায় স্থানীয় নেতাদের যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: আজকাল 

মন্তব্যসাতদিনের সেরা