kalerkantho

বুধবার । ১২ কার্তিক ১৪২৭। ২৮ অক্টোবর ২০২০। ১০ রবিউল আউয়াল ১৪৪২

সৌদি বিমান ঘাঁটি লক্ষ্য করে হুতিদের ড্রোন হামলা

কালের কণ্ঠ অনলাইন   

২৩ আগস্ট, ২০১৯ ১১:২৩ | পড়া যাবে ১ মিনিটেসৌদি বিমান ঘাঁটি লক্ষ্য করে হুতিদের ড্রোন হামলা

ফাইল ফটো

সৌদি আরবের কিং খালিদ বিমান ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই ড্রোনগুলোকে ভূপাতিত করেছে সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি বলে জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে এ হামলা চালানো হয়।

হুতি আন্দোলনের মুখপাত্র ইয়াহয়া সারির বরাতে আল-মাসিরাহ টেলিভিশন থেকে ড্রোন হামলার কথা নিশ্চিত করা হয়।

ইয়েমেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কাসেফ-২ ড্রোন দিয়ে বৃহস্পতিবার কিং খালিদ বিমান ঘাঁটিতে হামলা চালানোর কথা জানিয়েছে হুতি বিদ্রোহীরা। এ হামলায় একাধিক ড্রোন অংশ নিয়েছে বলে জানিয়েছেন ইয়াহয়া সারি।

এদিকে ইয়েমেন যুদ্ধে সৌদি-নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকিও বিষয়টি নিশ্চিত করে জানান, দুটি ড্রোন ইয়েমেনের আমরান থেকে নিক্ষেপ করা হয়েছিল। তবে হুতিদের এ ধরনের কোনো ড্রোন হামলার চেষ্টা বরাবর ব্যর্থ হয় বলে জানান তিনি।

এর আগে মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে মার্কিন একটি ড্রোন ধ্বংস করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

মন্তব্যসাতদিনের সেরা