kalerkantho

বৃহস্পতিবার । ২৯ শ্রাবণ ১৪২৭। ১৩ আগস্ট ২০২০ । ২২ জিলহজ ১৪৪১

অবরুদ্ধ কাশ্মীরে প্রথম বন্দুকযুদ্ধ; ১ পুলিশ ও এক কাশ্মিরী নিহত

কালের কণ্ঠ অনলাইন   

২১ আগস্ট, ২০১৯ ১৫:৪৫ | পড়া যাবে ১ মিনিটেঅবরুদ্ধ কাশ্মীরে প্রথম বন্দুকযুদ্ধ; ১ পুলিশ ও এক কাশ্মিরী নিহত

অবরুদ্ধ কাশ্মীরের শ্রীনগর (ছবি; এএফপি)

কাশ্মীরে বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন স্বাধীনতাকামী কাশ্মিরী ও অপরজন পুলিশ সদস্য বলে জানা গেছে। 

কাশ্মীরে স্বায়ত্বশাসন বিলোপের পর এটাই প্রথম বন্দুকযুদ্ধ। 

পুলিশ কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। কাশ্মীর সমস্যা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা করা প্রস্তাবের মধ্যেই এই হামলা চালানো হলো। 

কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ওই ঘটনায় এক ভারতীয় সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন। মঙ্গলবার কাশ্মীরে পুঞ্চ জেলায় লাইন অব কন্ট্রোল থেকে গুলি চালায় পাকিস্তানি বাহিনী। 

সূত্র : ইয়াহু নিউজ 

মন্তব্যসাতদিনের সেরা