kalerkantho

শনিবার । ১১ আশ্বিন ১৪২৭ । ২৬ সেপ্টেম্বর ২০২০। ৮ সফর ১৪৪২

জাকির নায়েক সত্যিকারের মুসলিম : তসলিমা নাসরিন

কালের কণ্ঠ অনলাইন   

১৮ আগস্ট, ২০১৯ ১৫:১৫ | পড়া যাবে ১ মিনিটেজাকির নায়েক সত্যিকারের মুসলিম : তসলিমা নাসরিন

ছবি : তসলিমা নাসরিনের ফেসবুক পেইজ

হিংসা এবং ঘৃণা ছড়ানোর অভিযোগে মালয়েশিয়া সরকার জাকির নায়েককে বহিস্কার করার কথা ভাবছে। ইতিমধ্যেই মালয়েশিয়ার পার্লিসের পর এবার কেদাহ প্রদেশে এই বিতর্কিত ধর্ম প্রচারকের প্রকাশ্যে ভাষণ দেয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেদাহের ধর্ম বিষয়ক কমিটির চেয়ারম্যান ইসমাইল সালেহ বলেন, জনগনের মাঝে সম্প্রীতিই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।

এবার এই কথিত ধর্মপ্রচারককে নিয়ে মুখ খুলেছেন প্রখ্যাত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন। টুইটারে নির্বাসিত এই লেখিকা লিখেন, 'জাকির নায়েক একজন সত্যিকারের মুসলিম। কারণ একটি মুসলিম দেশও তাকে সহ্য করতে পারে না। মালয়েশিয়া তাকে বহিষ্কার করবে। সত্যিকার মুসলমানরা সমস্যা সৃষ্টিকারী।'

'আইসিস, তালেবান, আল-কায়েদা ইত্যাদি সত্যিকার মুসলমানের সংগঠন। এটাই ভালো যে একটু নকল মুসলমান হোন। যদি ঘৃণা মানে ভালোবাসা হয়, আর হত্যার মানে চুম্বন হয়; তবে কুরআন পুনঃব্যাখ্যা করবেন।'

মন্তব্যসাতদিনের সেরা