kalerkantho

মঙ্গলবার। ২০ আগস্ট ২০১৯। ৫ ভাদ্র ১৪২৬। ১৮ জিলহজ ১৪৪০

শিবলিঙ্গের মাথায় পা, গ্রেপ্তার ২

কালের কণ্ঠ অনলাইন   

১৩ আগস্ট, ২০১৯ ২১:৫৭ | পড়া যাবে ১ মিনিটেশিবলিঙ্গের মাথায় পা, গ্রেপ্তার ২

শিবলিঙ্গের মাথার ওপর পা রেখে ছবি পোস্ট করায় ভারতের উত্তরপ্রদেশের আম্বেদকর নগরের দুই বাসিন্দাকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। তাদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার দায়ে মামালা করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, হিন্দু ধর্মালম্বীদের দেবতা শিবের জন্মমাস বলে শ্রাবণ মাস তাদের কাছে ভীষণ মহত্মপূর্ণ। এই মাসে শিবলিঙ্গের মাথার ওপর পা রেখে ছবি তুলে সেই ছবি সোশ্যাল সাইটে পোস্ট করেছিল দুই যুবক। এই ছবিগুলোকে ছেড়ে পুরো হিন্দু সমাজকে চ্যালেঞ্জ করতে চেয়েছিল তারা। এই ছবি শেয়ার করে হিন্দুধর্মকে অসম্মান করে হিংসা ছড়ানোর উদ্দেশ্য নিয়ে বেশ কিছু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এই পোস্টকে শেয়ারও করে।

এরপরেই নড়েচড়ে বসে পুলিশ ও প্রশাসন। পোস্টদাতাদের খোঁজে শুরু হয় তল্লাশি। অবশেষে খোঁজ মেলে। তাদেরকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে স্থানীয় পুলিশ। 

মন্তব্যসাতদিনের সেরা