kalerkantho

বুধবার । ২৯ জানুয়ারি ২০২০। ১৫ মাঘ ১৪২৬। ৩ জমাদিউস সানি ১৪৪১     

রাতের আকাশে বিরল আলোর খেলা, আজ দেখা যাবে উল্কা বৃষ্টি

কালের কণ্ঠ অনলাইন   

১৩ আগস্ট, ২০১৯ ২০:৩৭ | পড়া যাবে ২ মিনিটেরাতের আকাশে বিরল আলোর খেলা, আজ দেখা যাবে উল্কা বৃষ্টি

রাতের মেঘমুক্ত আকাশে অনেক সময় নক্ষত্রের মতো ছোট উজ্জ্বল বস্তু পৃথিবীর দিকে ছুটে আসতে দেখা যায়। এ যেন জ্বলন্ত আলোর বিন্দুর আনাগোনা। এমনই দৃশ্যের সাক্ষী হতে চলেছেন বিশ্ববাসী। আজ ও আগামীকাল রাতে আকাশে এমনই আলোর খেলা দেখা যাবে বলে জানিয়েছে নাসা।

নাসা বলছে, প্রতি ঘণ্টায় ৫০ অথবা তার বেশি সংখ্যক আলোর বিন্দু জ্বলে উঠবে আকাশে। ওই বিন্দুগুলো একেকটি ভাতের দানার চেয়েও ছোট। প্রতি বছর এই সময়টায় উল্কাবৃষ্টির সম্ভাবনা থাকে। 

মহাকাশবিজ্ঞানীদের হিসেব অনুযায়ী, এই সময়েই মহাকাশের ওই আবর্জনা স্তূপের পাশ দিয়েই আবর্তিত হয় পৃথিবী। তাই এই সময়েই মহাকাশের ওই অংশের আলোর খেলা দেখতে করতে পারেন বিশ্ববাসী। 

নাসার ধূমকেতু সংক্রান্ত বিভাগের প্রধান বিজ্ঞানী বিল কুক বলেন, আপনারা যে আলোটা দেখেন, সেটার ব্যাসার্ধ এক সেন্টিমিটারের বেশি কিছুতেই নয়। এই টুকরোগুলোর মধ্যে প্রচুর পরিমাণ সোডিয়াম থাকে। তাই আলোটা অনেকটা হলদেটে হয়। তবে কোনো কোনো টুকরোর রাসায়নিক গঠন অন্যরকম হয়। যেমন, তার মধ্যে সোডিয়াম ছাড়াও ম্যাগনেশিয়াম, আয়রন ইত্যাদি থাকে। তার সঙ্গে বায়ুমণ্ডলের সংঘর্ষে অন্য রঙের আলোর ছটা দেখা যাবে।

জানা যায়, পৃথিবীর পাশ দিয়ে যেতে যেতে মহাকাশের বর্জ্যের মধ্যে হারিয়ে যায় সুইফট টাটল নামে এক ধূমকেতুর অংশ। খণ্ডবিখণ্ড হয়ে ছড়িয়ে পড়েছিল। বায়ুমণ্ডলের অসংখ্য ধুলিকণার সঙ্গে সংঘর্ষের জেরে জ্বলে উঠে সেসবই এখন আলোর মালা হয়ে দাঁড়িয়েছে। 

কোথায় দেখা যাবে এ আলোর মালা? নাসা অক্ষাংশ-দ্রাঘিমাংশের অঙ্ক কষে বলছে, বিশেষ কোনো জায়গা নেই। বিভিন্ন প্রান্তে রাত ১০টা থেকেই দেখা যাবে আকাশে আলোর খেলা। কোনো অংশের মানুষ বঞ্চিত হবেন না। তবে আকাশ মেঘে ঢাকা থাকলে কিছু দেখার উপায় নেই।

মন্তব্যসাতদিনের সেরা