kalerkantho

রবিবার । ১৯ জানুয়ারি ২০২০। ৫ মাঘ ১৪২৬। ২২ জমাদিউল আউয়াল ১৪৪১     

মিনায় ভারী বৃষ্টিপাত, দুর্ভোগে হাজিরা

কালের কণ্ঠ অনলাইন   

১২ আগস্ট, ২০১৯ ২১:৩১ | পড়া যাবে ১ মিনিটেমিনায় ভারী বৃষ্টিপাত, দুর্ভোগে হাজিরা

সৌদি আরবের মিনায় বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। হঠাৎ করে বৃষ্টিপাত শুরু হলে অনেক হাজি বৃষ্টি থেকে বাঁচতে ছোটাছুটি শুরু করেন। তবে অনেকের সঙ্গেই ছাতা ছিলো। কেউবা প্রবল ঝড়-বৃষ্টির মধ্যেই অবিচল থেকে পথ চলছিলেন। এখন পর্যন্ত বৃষ্টিতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে দেশটির অন্যতম শহর মিনায় অবস্থান করেন হাজার হাজার মানুষ। এ শহরেই হজযাত্রীরা তাঁবুতে বসে বিশ্রাম করেন। স্থানীয় সময় সোমবার এই শহরে ভারী বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিতে তাঁবুর ভেতরে পানি চলে এসেছে। জিনিসপত্র সব ভিজে যাচ্ছে। এর ফলে দুর্ভোগে পড়েছেন হাজিরা।

আন্তর্জাতিক গণমাধ্যমের একটি ভিডিওতে দেখা যায়, বৃষ্টির পানি রাস্তা দিয়ে গড়িয়ে নামছে। সেই সঙ্গে হাজিদের জিনিসপত্র ভাসিয়ে নিয়ে যাচ্ছে। কয়েক জনকে দেখা যায় নিজেদের জিনিসপত্র নিয়ে আসতে পানির স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়াচ্ছেন।

সূত্র: খালিজ টাইমস।  

মন্তব্যসাতদিনের সেরা