kalerkantho

শুক্রবার । ২৩ আগস্ট ২০১৯। ৮ ভাদ্র ১৪২৬। ২১ জিলহজ ১৪৪০

আবুধাবিতে প্রবাসীদের সাথে রাষ্ট্রদূতের শুভেচ্ছা বিনিময়

আমিরাত প্রতিনিধি   

১২ আগস্ট, ২০১৯ ২১:১৯ | পড়া যাবে ১ মিনিটেআবুধাবিতে প্রবাসীদের সাথে রাষ্ট্রদূতের শুভেচ্ছা বিনিময়

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান বলেছেন, ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে নিজেদের পশুত্ব বিসর্জন দিয়ে পরের কল্যাণে এগিয়ে আসতে হবে। এ সময় তিনি প্রবাসে স্থানীয় আইন-কানুন মেনে চলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান।

গতকাল রবিবার রাতে তার আবুধাবিস্থ বাসভবনে আমিরাতের বিশিষ্ট প্রবাসীদের জন্য আয়োজিত ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন ইমু, সাধারণ সম্পাদক নাসির তালুকদার, জায়েদ ভার্সিটির অধ্যাপক ড. হাবীবুল হক খন্দকার, ইনজিনিয়ার আশীষ বড়ুয়া, জনাতা ব্যাংক সিইও ও ম্যানেজারসহ, দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান ও মিসেস ইমরান আগত প্রবাসীদের স্বাগত জানান ও তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

মন্তব্যসাতদিনের সেরা