kalerkantho

বুধবার । ২১ শ্রাবণ ১৪২৭। ৫ আগস্ট  ২০২০। ১৪ জিলহজ ১৪৪১

ঈদ জমায়েতেও নিষেধাজ্ঞা কাশ্মীরে

কালের কণ্ঠ অনলাইন   

১২ আগস্ট, ২০১৯ ১৪:০২ | পড়া যাবে ১ মিনিটেঈদ জমায়েতেও নিষেধাজ্ঞা কাশ্মীরে

পবিত্র ঈদুল আজহার দিনেও আজ সোমবার (১২ আগস্ট) কাশ্মীরের  বড় মসজিদগুলোতে মানুষের কোনো বড় জমায়েত করতে দিচ্ছে না ভারত প্রশাসন। জনসাধারণকে স্থানীয় মসজিদেই নামাজ পড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঈদ উপলক্ষে যে কোনো বড় জমায়েত সন্ত্রাসীদের  হামলার নিশানা হতে পারে- এমন আশঙ্কার কথা বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।

ভারতীয় গণমাধ্যম 'এই সময়'-এ প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা  হয়েছে,  গত শুক্রবারের নামাজ শান্তিপূর্ণভাবেই মিটিয়েছিল প্রশাসন। এবার ঈদও কোনো অশান্তি ছাড়া পালন করার চেষ্টা চলছে। ঈদুল আজহা উপলক্ষে কেনাকাটার জন্য কাশ্মীরের কিছু কিছু দোকানপাটও খুলেছে। যে সমস্ত এলাকায় পাথর ছোড়ার ঘটনা আগে বারবার ঘটেছে, সেই সমস্ত এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, কাশ্মীরে ঈদ উপলক্ষে মোবাইল, ল্যান্ডলাইন বা ইন্টারনেট পরিষেবা চালু হয়নি। কাশ্মীরে ১৪৪ ধারা ফের জারি করা হলেও জম্মুতে তিন-চারটি শহর ছাড়া ১০ জেলা থেকেই কারফিউ তুলে নেওয়া হয়েছে। ঈদে পরিবারের সবাইকে যাতে সাধারণ মানুষ শুভেচ্ছা জানাতে পারেন, তার জন্য ৩০০টি বিশেষ টেলিফোন বুথের ব্যবস্থা করা হয়েছে।  

মন্তব্যসাতদিনের সেরা