kalerkantho

দক্ষিণ কোরিয়ায় নাইটক্লাবে ধস : নিহত ২

কালের কণ্ঠ অনলাইন   

২৭ জুলাই, ২০১৯ ১৪:০১ | পড়া যাবে ১ মিনিটেদক্ষিণ কোরিয়ায় নাইটক্লাবে ধস :  নিহত ২

দক্ষিণ কোরিয়ার নাইটক্লাবের ব্যালকনি ধসে পড়েছে

দক্ষিণ কোরিয়ার একটি নাইটক্লাবের ব্যালকনি ধসে পড়েছে। দেশটির গুয়াংজু শহরে এ ঘটনা ঘটেছে।  এতে অন্তত দুজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো কয়েকজন। নিহত দুই ব্যক্তি দক্ষিণ কোরিয়ার নাগরিক। শনিবার ভোরে স্থানীয় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, এ ঘটনায় ওয়ার্ল্ড সুইমিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আসা বেশ কয়েকজন খেলোয়াড় আহত হন। শুক্রবার রাতে গুয়াংজু শহরে অ্যাথলেট ভিলেজ এর পাশের ওই নাইটক্লাবের ব্যালকনি সিড়িসহ ধসে পড়ে। স্থানীয় সময় রাত আড়াইটার দিকে ব্যালকনিটি ধসে পড়ে। এ সময় এর অভ্যন্তরে প্রায় ৩৭০ জন মানুষ ছিলেন। 

এতে মারাত্মক আহত হন দুই দক্ষিণ কোরীয় নাগরিক। হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত্যু হয়।সে সময়ে নাইটক্লাবের অভ্যন্তরে কয়েকটি ওয়াটার পোলো দলের সদস্যরা ছিলেন। 

মন্তব্যসাতদিনের সেরা