kalerkantho

বৃহস্পতিবার । ২২ আগস্ট ২০১৯। ৭ ভাদ্র ১৪২৬। ২০ জিলহজ ১৪৪০

গঙ্গার তীব্র স্রোতে ভেসে যাচ্ছিল তরুণ, দুঃসাহসিক উদ্ধার পুলিশের (রুদ্ধশ্বাস ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

২২ জুলাই, ২০১৯ ১৮:৫৯ | পড়া যাবে ১ মিনিটেগঙ্গার তীব্র স্রোতে ভেসে যাচ্ছিল তরুণ, দুঃসাহসিক উদ্ধার পুলিশের (রুদ্ধশ্বাস ভিডিও)

ভারতের হরিদ্বার জেলায় গঙ্গার স্রোত সবসময় তীব্র থাকে। সেখানে কেউ পড়ে গেলে আহত তো বটেই, মৃত্যুও হতে পারে। আর হরিদ্বারে ঘুরতে আসা হরিয়ানার বাসিন্দা বিশালের ক্ষেত্রে এরকমই হয়েছিল। পরে গেছিলেন গঙ্গায়। ভেসে যাচ্ছিলেন প্রচণ্ড স্রোতে। কিন্তু উত্তরাখণ্ডের পুলিশ অফিসার সানির তৎপরতায় প্রাণে বাঁচলেন ওই তরুণ।

গঙ্গায় ডুবন্ত বিশালকে উদ্ধারের সেই ভিডিও গত শনিবার নিজেদের অফিসিয়াল টুইটারে পোস্ট করেছে উত্তরাখণ্ড পুলিশ। তার পরই ভাইরাল হয়েছে সেই ভিডিও। 
ওই ভিডিও পোস্ট করে তারা লিখেছেন, হরিয়ানার বাসিন্দা বিশাল হরিদ্বারের কাংরা ঘাটে গোসল করতে নেমেছিলেন। তখন কোনোভাবে গঙ্গায় পড়ে যান তিনি। সাঁতার না জানায় প্রচণ্ড স্রোতে ভেসে যাচ্ছিলেন বিশাল। তখন সেখানে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ড পুলিশের তরুণ অফিসার সানি। তিনি তখনই গঙ্গায় ঝাঁপ দেন। উদ্ধার করেন ভেসে যাওয়া বিশালকে।

ভিডিওতে দেখা যায়, পানিতে পড়ে কিভাবে হাবুডুবু খাচ্ছিলেন বিশাল। সানির যেতে একটু দেরি হলেই শেষ হয়ে যেতে পারত তার জীবন। পুলিশের তৎপরতায় জীবন ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি তিনি।

সূত্র: আনন্দবাজার।

মন্তব্যসাতদিনের সেরা