kalerkantho

মঙ্গলবার । ২৭ শ্রাবণ ১৪২৭। ১১ আগস্ট ২০২০ । ২০ জিলহজ ১৪৪১

মুম্বাইয়ের এমটিএনএল ভবনে ভয়াবহ আগুন, আটকা পড়েছেন শতাধিক

কালের কণ্ঠ অনলাইন   

২২ জুলাই, ২০১৯ ১৮:১০ | পড়া যাবে ১ মিনিটেমুম্বাইয়ের এমটিএনএল ভবনে ভয়াবহ আগুন, আটকা পড়েছেন শতাধিক

ভারতের মুম্বাইয়ের বান্দ্রার এমটিএনএল ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। পশ্চিম বান্দ্রায় এই কেন্দ্রীয় সরকারি টেলিকম দপ্তরটি অবস্থিত। এরই মধ্যে ফায়ার সার্ভিসের ১৪টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ চালাচ্ছে। উদ্ধার করা হচ্ছে আটকে পড়া কর্মীদের।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ওই ভবনে কমপক্ষে একশ জন আটকে রয়েছে। আগুনের ভয়াবহতা লেভেল ৪ পর্যায়ে বলে জানাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তরা।

৯ তলার এমটিএমএল ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় আগুন লেগেছে। তবে আটকে পড়া কর্মীদের ধীরে ধীরে নামিয়ে আনতে শুরু করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্র: জিনিউজ।

মন্তব্যসাতদিনের সেরা