kalerkantho

বৃহস্পতিবার । ২২ আগস্ট ২০১৯। ৭ ভাদ্র ১৪২৬। ২০ জিলহজ ১৪৪০

আর এক বছর ভারতে থাকতে পারবেন তসলিমা নাসরিন

অনিতা চৌধুরী, কলকাতা প্রতিনিধি   

২১ জুলাই, ২০১৯ ১৯:১১ | পড়া যাবে ১ মিনিটেআর এক বছর ভারতে থাকতে পারবেন তসলিমা নাসরিন

বহু বছর ধরে ভারতে বসবাস করছেন তাসলিমা নাসরিন। বিতর্কিত লেখনির কারণে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে হয় তাকে। সুইডেনের নাগরিকত্ব পেলেও তাকে ভারতে বসবাস করার অনুমতি দেয় সে দেশের সরকার।

২০০৪ সাল থেকে সেই অনুমতি বহাল রয়েছে। জানা গেছে, ভারতে বসবাস করার অনুমতি আরো এক বছর বাড়িয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়। ২০২০ সালের জুলাই মাস পর্যন্ত ভারতে থাকতে পারবেন তিনি।

৫৬ বছর বয়সী তসলিমা নাসরিন কয়েকদিন আগেই টুইট করে বিজেপির সভাপতি অমিত শাহকে অনুরোধ করেন, তার ভারতে থাকার অনুমতি এক বছর বাড়ানোর ব্যাপারে। সেই অনুরোধে সাড়া দিয়েই অমিত শাহের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

অবশ্য প্রথমে তাকে তিন মাসের পারমিট দেয়া হয়। পরে তসলিমা অমিত শাহকে টুইটে জানান, তিনি মাত্র তিন মাসের জন্য ভারতে থাকার অনুমতি পেয়েছেন। অথচ তিনি পাঁচ বছরের অনুমতির জন্য আবেদন জানিয়েছিলেন। সে জায়গায় তাকে অন্তত এক বছরের অনুমতি দেয়া হোক। ভারতই তার একমাত্র বাড়ি বলে টুইটে লিখেছিলেন তসলিমা।

তসলিমার ইচ্ছা, শেষ জীবনটা ভারতে কাটাবেন। বিশেষ করে কলকাতায় কাটাতে চান তিনি।

মন্তব্যসাতদিনের সেরা