kalerkantho

মঙ্গলবার । ২৭ শ্রাবণ ১৪২৭। ১১ আগস্ট ২০২০ । ২০ জিলহজ ১৪৪১

'মোটা নারীরা স্বর্গে যেতে পারবে না', বলায় যা ঘটল, দেখুন ভাইরাল ভিডিও

কালের কণ্ঠ অনলাইন   

২১ জুলাই, ২০১৯ ১৭:২০ | পড়া যাবে ২ মিনিটেএক খ্রিস্টান ধর্মযাজক বলেছেন, মোটা নারীরা স্বর্গে যেতে পারবেন না। এমন বক্তব্যের পরই তাকে পেছন থেকে সজোরে ধাক্কা মারেন এক স্থূলাকায় নারী। এরপর ধর্মযাজক মঞ্চ থেকে মুহূর্তেই পড়ে যান নিচে। এমনটা ঘটেছে ব্রাজিলের সাও পাওলোতে। 

জানা গেছে, ব্রাজিলের সাও পাওলোর এক চার্চে খ্রিস্টানদের এক ধর্মীয় অনুষ্ঠান চলছিল। সে সময় সেখানে উপস্থিত ছিল প্রায় ৫০ হাজার মানুষ। মঞ্চে তখন বক্তব্য রাখছেন ধর্মযাজক মার্সেলো রোসি। জীবিত ও মৃত সবার শান্তি কামনায় তিনি বাইবেল থেকে কিছু উদ্ধৃতিও পাঠ করেন।

সবই ঠিকঠাক চলছিল। তবে বিপদ হলো যখন তিনি বলে বসেন, 'মোটা নারীরা স্বর্গে যেতে পারবেন না।' এই বক্তব্য হজম করতে পারেননি অনুষ্ঠানে উপস্থিত এক মোটা নারী। ক্ষুব্ধ হয়ে যান তিনি। রোসির ওই মন্তব্যের পরেই তাকে পেছন থেকে ধাক্কা মারেন তিনি। ছিটকে গিয়ে নিচে পড়েন রোসি, সেই দৃশ্য ক্যামেরাবন্দিও হয়। কয়েক সেকেন্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। 

ধাক্কা খাওয়ার পর রোসি জানান, তার বিশেষ লাগেনি। শরীরের কয়েকটি জায়গায় শুধু ব্যথা রয়েছে। কোনো হাড় ভাঙেনি। গির্জার তরফেও জানানো হয়েছে, রোসির বিশেষ কিছু হয়নি। তিনি ভালো আছেন।

মন্তব্যসাতদিনের সেরা