kalerkantho

বৃহস্পতিবার । ২৯ শ্রাবণ ১৪২৭। ১৩ আগস্ট ২০২০ । ২২ জিলহজ ১৪৪১

পাকিস্তানে হাসপাতালে আত্মঘাতী হামলা; নিহত ৯, আহত ৩০

কালের কণ্ঠ অনলাইন   

২১ জুলাই, ২০১৯ ১৪:৫০ | পড়া যাবে ১ মিনিটেপাকিস্তানে হাসপাতালে আত্মঘাতী হামলা; নিহত ৯, আহত ৩০

হাসপাতালে আত্মঘাতী হামলা চালিয়েছে এক নারী

পাকিস্তানে একটি হাসপাতালে আত্মঘাতী হামলা চালিয়েছে এক নারী। আজ রবিবার এ হামলা চালানো হয়েছে। এ হামলায় আহত হয়েছে আরো ৩০ জন। 

নিহতদের মধ্যে চারজন পুলিশ সদস্যও রয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানায়, হামলার প্রাথমিক প্রমাণে এটি পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে। বোমা হামলা চালিয়েছেন একজন নারী। বোমায় ৬-৭ কিলোগ্রাম এক্সপ্লোসিভ ব্যবহার করা হয়েছে। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখনো কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

এর আগে রবিবার সকালে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলের ডেরা ইসমাইল খান জেলার একটি পুলিশ চেকপোস্টেও হামলা চালানো হয়। এরপর হতাহতদের যে হাসপাতালে ভর্তি করা হয় সেখানে গিয়ে বোমা হামলা চালায় তারা।

সূত্র : এবিসি নিউজ, দ্য ডন 

মন্তব্যসাতদিনের সেরা