kalerkantho

বৃহস্পতিবার । ২৯ শ্রাবণ ১৪২৭। ১৩ আগস্ট ২০২০ । ২২ জিলহজ ১৪৪১

সমাবেশে আসার পথে বাসেই সন্তান প্রসব!

কালের কণ্ঠ অনলাইন   

২১ জুলাই, ২০১৯ ১৪:২২ | পড়া যাবে ১ মিনিটেসমাবেশে আসার পথে বাসেই সন্তান প্রসব!

প্রতীকী ছবি

সম্প্রতি ভারতের লোকসভা নির্বাচনে বিপর্যয় হয়েছে তৃণমূল কংগ্রেসের। আজ ২১ তারিখ কলকাতায় দলটির সমাবেশ। এই জমায়েত নিয়ে তৃণমূলের শীর্ষ নেতারাও উদ্বেগ গোপন করেননি। তবুও সমাবেশে আসছিলেন তৃণমূলকর্মী মেঘা সরকার। সমাবেশে আসার পথে বাস যখন ধর্মতলায় পৌঁছালো তখন বাসেই সন্তান প্রসব করলেন তিনি। 

জানা গেছে, মেঘা সরকার বর্ধমানের বড়নীলপুরের বাসিন্দা। বর্ধমান থেকে আজ তৃণমূল কংগ্রেসের সমাবেশে আসছিল তৃণমূলকর্মীদের একটি বাস। কলকাতার বরানগরে বিটি রোডের কাছে বাসেই প্রসব যন্ত্রণা ওঠে ওই তরুণীর। বাসের মধ্যেই সন্তান প্রসব করেন মেঘা।

পুলিশ বলছে, বাস থামিয়ে মা এবং সদ্যোজাত সন্তানকে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

এদিকে, হাসপাতাল সূত্রে জানা গেছে, মা এবং সন্তান দুজনেই এখন সুস্থ রয়েছে। 

সূত্র : দ্য ওয়াল 

মন্তব্যসাতদিনের সেরা