kalerkantho

রবিবার। ১৮ আগস্ট ২০১৯। ৩ ভাদ্র ১৪২৬। ১৬ জিলহজ ১৪৪০

জার্মানিতে ভেঙে পড়ল প্লেন : নিহত ৩

কালের কণ্ঠ অনলাইন   

২১ জুলাই, ২০১৯ ১১:২৩ | পড়া যাবে ১ মিনিটেজার্মানিতে ভেঙে পড়ল প্লেন : নিহত ৩

একটি বিল্ডিংয়ের ওপর ভেঙে পড়ে প্লেনটি

জার্মানিতে একটি ছোট প্লেন ভেঙে পড়েছে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছে। 

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ব্রুকশাল শহরে এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় শনিবার রাতে উড়ন্ত অবস্থায় একটি বিল্ডিংয়ের ওপর ভেঙে পড়ে প্লেনটি।

জানা গেছে, ব্রুকশাল শহরের একটি হার্ডওয়্যার স্টোরের বাইরের দেয়ালের সঙ্গে প্লেনটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। 

এদিকে, দুর্ঘটনার পরপরই উদ্ধারকারীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ভেঙে পড়া প্লেন থেকে যাত্রীদের বের করা হয়। নিরাপত্তার জন্য ওই হার্ডওয়্যার স্টোর থেকে সবাইকে সরিয়ে নেয়া হয়েছে।

সূত্র : ডয়েচে ভেলে, সিনহুয়া 

মন্তব্যসাতদিনের সেরা