kalerkantho

শনিবার । ২৪ আগস্ট ২০১৯। ৯ ভাদ্র ১৪২৬। ২২ জিলহজ ১৪৪০

বিহারে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত তিন

কালের কণ্ঠ অনলাইন   

১৯ জুলাই, ২০১৯ ১৮:১২ | পড়া যাবে ১ মিনিটেবিহারে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত তিন

গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রাণ হারালেন বিহারের তিন ব্যক্তি। গরু চুরির অভিযোগে পিটিয়ে মারা হয়েছে তাদের। পুলিশ বলছে, স্থানীয় লোকজন তাদের পিটিয়ে হত্যা করেছে। 

প্রথমে জানা যায় তাদের সঙ্গে আরেকজন নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয়েছেন। তবে ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে তিনজন নিহতের কথা বলা হচ্ছে।
  
বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, শুক্রবার সকালে বিহারের বানিয়াপুর গ্রামের সারান এলাকার স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়েন ওই তিন ব্যক্তি। 

তাদের মতে, ওই তিন ব্যক্তি নাকি গরু চুরির উদ্দেশ্যে ঘুরে বেড়াচ্ছিলেন। গণপিটুনিতে মৃত দুই ব্যক্তিকে এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। তৃতীয় ব্যক্তি নিজের প্রাণ বাঁচিয়ে এলাকা ছেড়ে পালিয়ে গিয়ে পরে মারা গেছেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। এদিকে চলতি মাসের শুরুর দিকে ত্রিপুরায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে মারা যান এক ব্যক্তি। বুধি কুমার নাম ওই ব্যক্তির বয়স হয়েছিল ৩৬ বছর।

মন্তব্যসাতদিনের সেরা