kalerkantho

সোমবার। ১৯ আগস্ট ২০১৯। ৪ ভাদ্র ১৪২৬। ১৭ জিলহজ ১৪৪০

কাবুল বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণ, নিহত দুই

কালের কণ্ঠ অনলাইন   

১৯ জুলাই, ২০১৯ ১৫:৩৮ | পড়া যাবে ১ মিনিটেকাবুল বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণ, নিহত দুই

আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দু'জন ছাত্র নিহত হয়েছেন। বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। শুক্রবার সকালের ওই ঘটনার দায় এখনো কেউ স্বীকার করেনি। 

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে অপেক্ষা করছিলেন কয়েক জন শিক্ষার্থী। হঠাৎ করেই জোরালো আওয়াজে বিস্ফোরণ ঘটে সেখানে। প্রচণ্ড শব্দের সঙ্গে ঘটনাস্থলে চোখ ধাঁধানো আগুন এবং কালো ধোঁয়া দেখা যায়। 

বিস্ফোরণের কারণে সেখানে উপস্থিত শিক্ষার্থীর মধ্যে অন্তত দু'জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন আফগানিস্তানের জনস্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ওয়াহিদুল্লাহ মায়ার। তিনি আরো বলেছেন, অন্তত ১০ জন শিক্ষার্থী জখম হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।

কাবুলের তিন নম্বর পুলিশ প্রদেশের (পিডি ৩) এ ঘটনায় দু'টি গাড়ি আগুনে ভস্মীভূত হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে কাবুল পুলিশ।

মন্তব্যসাতদিনের সেরা