kalerkantho

শনিবার । ২৫ জানুয়ারি ২০২০। ১১ মাঘ ১৪২৬। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১     

তুরস্কে বাংলাদেশিসহ ২৮৫ অভিবাসী আটক

কালের কণ্ঠ অনলাইন   

১৯ জুলাই, ২০১৯ ০২:০৪ | পড়া যাবে ১ মিনিটেতুরস্কে বাংলাদেশিসহ ২৮৫ অভিবাসী আটক

তুরস্কের ভান প্রদেশের নিরাপত্তা বাহিনী বৃহস্পতিবার ২৮৫ জন অভিবাসীকে আটক করেছে বলে জানিয়েছে সরকারি বার্তা সংস্থা আনাদোলু। আটককৃতদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশ ও আফগানিস্তানের নাগরিক বলে জানিয়েছে সংস্থাটি।

ইরান সীমান্তে অবস্থিত ভান প্রদেশের বিভিন্ন নিরাপত্তা চৌকিতে তাদের আটক করা হয়। এদের মধ্যে ৪৮ জন শিশু ও ৫১ জন নারী রয়েছেন বলে জানিয়েছে আনাদোলু।

সাম্প্রতিক সময়ে ইউরোপে অভিবাসী হতে ইচ্ছুকদের তুরস্ক হয়ে ইউরোপে ঢোকার চেষ্টা বেড়েছে। তুরস্ক থেকে নৌকায় সাগর পাড়ি দিয়ে তারা গ্রিসের বিভিন্ন দ্বীপে যাওয়ার চেষ্টা করেন। তবে ছোট নৌকা ব্যবহার করায় নৌকা ডুবে অনেক অভিবাসীর মৃত্যু হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা