kalerkantho

শনিবার । ২৪ আগস্ট ২০১৯। ৯ ভাদ্র ১৪২৬। ২২ জিলহজ ১৪৪০

জাপানে স্টুডিওতে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৬

কালের কণ্ঠ অনলাইন   

১৮ জুলাই, ২০১৯ ১৭:০৬ | পড়া যাবে ১ মিনিটেজাপানে স্টুডিওতে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৬

আজ বৃহস্পতিবার জাপানের একটি অ্যানিমেশন স্টুডিওতে আগুন লেগেছে। এতে এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন। জরুরী বিভাগের কর্মকর্তা এবং পুলিশের বরাতে এ তথ্য জানা গেছে। 

৪১ বছর বয়সী এক ব্যক্তি এই অগ্নিকাণ্ডে জড়িত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। 

পুলিশ বলছে, আজ সকালে এক ব্যক্তি ওই স্টুডিওতে ঢুকে তরল জাতীয় কিছু ছিটিয়ে দেয়। এরপর আগুন ধরে যায়। তখন সেখানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

এ ঘটনায় আরো প্রায় অর্ধশত জন আহত হয়েছে বলে সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে। 

এদিকে জাপানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে,  প্রায় ৩০ জন এখনও নিঁখোজ রয়েছে। 

হতাহতের সংখ্যার আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। 

সূত্র : বিবিসি, সিএনএন 

মন্তব্যসাতদিনের সেরা