kalerkantho

শনিবার । ২৪ আগস্ট ২০১৯। ৯ ভাদ্র ১৪২৬। ২২ জিলহজ ১৪৪০

'ফেসবুক ফ্রেন্ড' স্পেনীয় তরুণীকে বিয়ে করলেন পশ্চিমবঙ্গের তরুণ

কালের কণ্ঠ অনলাইন   

১৭ জুলাই, ২০১৯ ১১:৪৫ | পড়া যাবে ২ মিনিটে'ফেসবুক ফ্রেন্ড' স্পেনীয় তরুণীকে বিয়ে করলেন পশ্চিমবঙ্গের তরুণ

‌স্পেনীয় তরুণীর ভেরোনিকার সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব হয়েছিল ভারতে পশ্চিমবঙ্গের আসানসোলের ছেলে হর্ষ ভগত ওরফে হ্যাপির। বন্ধুত্ব থেকে প্রেম, অবশেষে বিয়েতে গড়িয়েছে। 

সম্প্রতি আসানসোলের ঘাঁঘরবুড়ির মন্দিরে ভেরোনিকার সঙ্গে কুলটির বরাকরের বালি ব্যবসায়ীর ছেলে হ্যাপির বিয়ে হয়েছে। 

৮ বছর আগে ফেসবুক সূত্রে হ্যাপির সঙ্গে পরিচয় হয় ভেরোনিকার। প্রদীপ ভগতের ছোট ছেলে হ্যাপি। হ্যাপি তাঁর বাবার বালির ব্যবসায় যুক্ত রয়েছেন। তিনি ঝাড়খণ্ডের চিরকুণ্ডায় ভাড়াবাড়িতে থাকেন। কয়েকবার বিদেশে গেছেন হ্যাপি। ভেরোনিকার সঙ্গে দেখাও হয়েছে তার। তিনিও কয়েকবার ভারতে এসেছেন। ভালো লেগেছে হ্যাপির বাড়ির লোকজনদের। অবশেষে সিদ্ধান্ত নিলেন বিয়ে করার।

শনিবার ভেরোনিকা আসানসোলে চলে আসেন। থাকেন আসানসোল দক্ষিণের একটি হোটেলে। রবিবার দুপুরে হ্যাপির বাড়ির লোকদের সঙ্গে ভেরোনিকা আসানসোলের ঘাঁঘরবুড়ির মন্দিরে যান। সেখানে হ্যাপির বন্ধু সোকি সিং ভেরোনিকার বাবার জায়গায় কন্যাদান করেন। মালাবদল, সিঁদুরদান সবই হয়েছে। 

পুরোহিত সাচ্চু চক্রবর্তী বললেন, আমি আগে এ রকম বিয়ে কখনও দিইনি।

ভেরোনিকাকে তাঁদের বাড়ির বধূ হিসেবে পেয়ে হ্যাপির পরিবারের লোকেরা খুব খুশি। 

এদিকে, এই বিয়ের ব্যাপারে এডিসিপি (পশ্চিম) অনমিত্র দাস বলেন, ভেরোনিকাকে ফরেন রেজিস্ট্রেশন অফিসে যেতে হবে। তাঁর পাসপোর্ট জমা দিয়ে ভারতে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে। এটা না হওয়া পর্যন্ত এই বিয়ে বৈধতা পাবে না।‌  

সূত্র : আজকাল 


 

মন্তব্যসাতদিনের সেরা