kalerkantho

রবিবার। ১৮ আগস্ট ২০১৯। ৩ ভাদ্র ১৪২৬। ১৬ জিলহজ ১৪৪০

অল্পের জন্য বেঁচে গেলেন ৫২ হাজি

কালের কণ্ঠ অনলাইন   

১৬ জুলাই, ২০১৯ ১৭:১১ | পড়া যাবে ১ মিনিটেঅল্পের জন্য বেঁচে গেলেন ৫২ হাজি

৫২ হাজি ওমরাহ পালন শেষে বাসযোগে মক্কা থেকে ওমানে ফিরছিলেন

আজ মঙ্গলবার সকালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীতে একটি বাস ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। এই দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ৫২ জন হাজি। আবুধাবীর পুলিশের বরাতে এ তথ্য জানা গেছে। 

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে ৫২ হাজি ওমরাহ পালন শেষে বাসযোগে মক্কা থেকে ওমানে ফিরছিলেন। আবুধাবি অতিক্রম করার সময় বাসটি হাইওয়ের একটি ধাতব অংশে (রেলিং) ধাক্কা খায়। আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ধাতব রেলিংয়ে ধাক্কা লেগে বাসটি থেমে না গেলে বহু মানুষ নিহত হতেন।

জানা গেছে, ওই হাজিরা সবাই ওমানের নাগরিক। তবে এই দুঘর্টনায় কেউ হতাহত হননি; সবাই নিরাপদ রয়েছেন। দুর্ঘটনার পর হাজিদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। আবুধাবি কর্তৃপক্ষ তাদের জন্য পর্যাপ্ত খাবার ও পানীয়ের ব্যবস্থা করেছে। আরেকটি বাসের ব্যবস্থা না হওয়া পর্যন্ত তারা আবুধাবি শহরেই অবস্থান করবেন। 

সূত্র : খালিজ টাইমস, গালফ নিউজ 

মন্তব্যসাতদিনের সেরা