kalerkantho

বৃহস্পতিবার । ২২ আগস্ট ২০১৯। ৭ ভাদ্র ১৪২৬। ২০ জিলহজ ১৪৪০

মুসলমানদের আচরণকে পশুর সঙ্গে তুলনা করলেন বিজেপি বিধায়ক

কালের কণ্ঠ অনলাইন   

১৫ জুলাই, ২০১৯ ১৮:০৯ | পড়া যাবে ১ মিনিটেমুসলমানদের আচরণকে পশুর সঙ্গে তুলনা করলেন বিজেপি বিধায়ক

সুরেন্দ্র সিং।

আবারো আপত্তিকর মন্তব্য করে বিতর্কে জড়ালেন ভারতের উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। তিনি মুসলিম জনসংখ্যার কথা বলতে গিয়ে তাদের আচরণকে পশুর সঙ্গে তুলনা করেছেন।

এ সময় তিনি কটাক্ষ করে বলেন, মুসলিম এলাকায় দেখবেন, কারো করো ৫০ স্ত্রী আর ১০৫০ সন্তান রয়েছে। তার মতে, এটাই মুসলিমদের ঐতিহ্য এবং এই প্রবণতা পাশবিক।

শুধু এবারই নয়। এর আগেও মুসলিমদের নিয়ে নানা ধরনের আপত্তিকর মন্তব্য করেছেন এই বিজেপি নেতা। মার্চে তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী এবং সনিয়া গান্ধী সম্পর্কে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা