kalerkantho

সোমবার  । ১৯ শ্রাবণ ১৪২৭। ৩ আগস্ট  ২০২০। ১২ জিলহজ ১৪৪১

বিজেপি বিধায়কের মেয়েকে পালিয়ে বিয়ে, আদালত চত্বরেই লাঞ্ছিত দলিত যুবক

কালের কণ্ঠ অনলাইন   

১৫ জুলাই, ২০১৯ ১৬:২৪ | পড়া যাবে ২ মিনিটেবিজেপি বিধায়কের মেয়েকে পালিয়ে বিয়ে, আদালত চত্বরেই লাঞ্ছিত দলিত যুবক

পরিবারের লোকজনদের অমতে বিয়ে করার পর ভিডিও বার্তায় নিজেদের প্রাণ সংশয়ের কথা তুলে ধরেছিলেন বিজেপি বিধায়কের মেয়ে। তার পরেও অপ্রীতিকর ঘটনা ঘটে গেল।

পরিবারের অমতে ‘দলিত’ সম্প্রদায়ের ছেলেকে বিয়ে করার পর থেকে টানাপড়েন যেন কাটছেই না ভারতের উত্তরপ্রদেশের বরেলীর বিজেপি বিধায়ক রাজেশ মিশ্রর মেয়ে সাক্ষী ও তার স্বামী অজিতেশের। 

আজ সোমবার নতুনভাবে অপ্রীতিকর ঘটনা ঘটেছে ইলাহাবাদ হাইকোর্টে। নিজেদের জীবনের নিরাপত্তা চাইতে আদালতে গিয়েছিলেন ওই দম্পতি। আদালত চত্বরেই অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা অজিতেশের ওপর হামলা চালায়।

বিয়ের পর থেকেই টালমাটাল পরিস্থিতি চলছিল। দলিত পাত্রকে বিয়ে করায়, বাবা রাজেশ মিশ্রর রোষ থেকে বাঁচতে প্রাণের ভয়ে পালিয়ে বেড়াতে হচ্ছিল ওই যুগলকে। এরপর ইলাহাবাদ হাইকোর্টের কাছে নিরাপত্তার দাবিতে আবেদন করেন দু'জনে। আজ সেটারই শুনানি ছিল। 

আদালত চত্বরে আক্রান্ত হলেও শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হয়নি তাদের। ঘটনার কথা শুনে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আদালতের বিচারক। ওই দম্পতিকে নিরাপত্তা দেয়ার জন্য পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে ইলাহাবাদ হাইকোর্ট।

কয়েকদিন আগেই ভাইরাল হয়ে ওঠে সাক্ষীর একটি ভিডিও বার্তা। তাতে রাজেশ মিশ্রর উদ্দেশে তিনি বলেন, বাবা,  আমাদের বিয়ে মেনে নাও। যে গুন্ডাকে পাঠিয়েছ, সেই রাজীব রাণা ... আমাদের কিছু হলে ওর পুরো পরিবার জেলে যাবে। পালাতে পালাতে আমি ক্লান্ত। বাবা এবং ভিকি, মাননীয় এমএলএ পাপ্পু ভারতৌলজি এবং ভিকি ভারতৌলজি, নিজেরা শান্তিতে থাকো, যত খুশি রাজনীতি করো, আমাদেরও শান্তিতে থাকতে দাও।

বাবার উদ্দেশে মেয়ের এই ভিডিও বার্তা দেখে তোলপাড় শুরু হয় ভারতজুড়ে। সেই সঙ্গে নিরাপদে জীবন কাটানোর এমন আর্তনাদ আরেকবার স্পষ্ট করে দেয় জাতপাতের ভেদাভেদের মারাত্মক চিত্র। কিন্তু, জীবনের নিরাপত্তা চাইতে গিয়ে আজ প্রাণ সংশয় হয় ওই যুগলের। যদিও, দিনের শেষে আদালতের নির্দেশ তাদের কিছুটা স্বস্তি দিয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা