kalerkantho

মঙ্গলবার  । ২০ শ্রাবণ ১৪২৭। ৪ আগস্ট  ২০২০। ১৩ জিলহজ ১৪৪১

ইন্দোনেশিয়ায় ভয়াবহ মাত্রার ভূমিকম্প

কালের কণ্ঠ অনলাইন   

১৪ জুলাই, ২০১৯ ১৬:৫৫ | পড়া যাবে ১ মিনিটেইন্দোনেশিয়ায় ভয়াবহ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার মোলুকাসের টার্নেট শহরে রিখটার স্কেলে সাত দশমিক তিন মাত্রার ভূমিকম্প হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস এ তথ্য দিয়েছে।

রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে সাত দশমিক তিন মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। টার্নেট থেকে একশ ৬৮ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমের ১০ কিলোমিটার ভূগর্ভে ভূমিকম্পটির উৎপত্তিস্থল হিসেবে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।

যদিও ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি। টার্নেটের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, ভূমিকম্প ছিল অত্যন্ত শক্তিশালী। ভূমিকম্পের সময় অনেকে আতঙ্কিত হয়ে রাস্তায় বের হয়ে আসেন।

কর্মকর্তারা আরো বলছেন, পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত কারো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ২০১৮ সালে সে দেশের পালু প্রদেশের সুলাওসি দ্বীপে সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প হয়। তারপর সুনামির ঘটনায় দুই হাজার দুই শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। কয়েকহাজার মানুষ নিখোঁজ হয়ে যায়।

মন্তব্যসাতদিনের সেরা