kalerkantho

শুক্রবার । ৮ ফাল্গুন ১৪২৬ । ২১ ফেব্রুয়ারি ২০২০। ২৬ জমাদিউস সানি ১৪৪১

পানিতে ভাসা নর্দমায় পা পড়তেই তলিয়ে গেলো শিশু (ভিডিওসহ)

কালের কণ্ঠ অনলাইন   

১১ জুলাই, ২০১৯ ১২:৩৫ | পড়া যাবে ১ মিনিটেউত্তর ভারতে প্রায়ই শোনা যায় খেলতে খেলতে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু। এবার মুম্বাইয়ের শহরতলি গোরেগাঁওয়ের আম্বদকরনগরে একটি নর্দমায় পড়ে গেল একটি শিশু। বছর তিনেকের মতো হবে তার বয়স। সেই ভিডিওটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।

ভিডিও ফুটেজে দেখা যায়, গতকাল বুধবার সাড়ে ১০টার দিকে রাস্তার পাশে একটি ইলেকট্রিক বক্সের পাশে ঘোরাফেরা করছিল শিশুটি। ওই বক্স থেকে রাস্তার দিকে এগিয়ে গিয়েও ফিরে আসে শিশুটি। বক্সটির পাশেই ছিল খোলা নর্দমা। বৃষ্টি হওয়ার ফলে সেটি ডুবেছিল পানিতে। হাঁটতে হাঁটতে শিশুটির পা পড়ে যায় ওই খোলা নর্দমায়। মুহূর্তেই তলিয়ে যায় সে।

এ খবর জানতেই শিশুটিকে উদ্ধারে নেমে পড়ে পুলিশ ও দমকলবাহিনী। ঘটনাস্থলে রাখা হয়েছে অ্যাম্বুল্যান্সও। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্তও শিশুটির কোনো খবর মেলেনি।

টানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই ও তার আসপাশের এলাকা। মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় এখনো পানি জমে আছে। পানি জমেছে বাণিজ্য নগরীর আসপাশের এলাকাতেও। এর মধ্যেই এ ধরনের দুর্ঘটনা ঘটল। 

সূত্র: জি নিউজ 

মন্তব্যসাতদিনের সেরা