kalerkantho

মঙ্গলবার। ১৬ জুলাই ২০১৯। ১ শ্রাবণ ১৪২৬। ১২ জিলকদ ১৪৪০

এবার খান মোদি আম!

কালের কণ্ঠ অনলাইন   

২৪ জুন, ২০১৯ ১৭:২২ | পড়া যাবে ২ মিনিটেএবার খান মোদি আম!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দেওয়া কফি মগ, জ্যাকেট, শাড়ির জনপ্রিয়তা নজর কেড়েছে ভারতবাসীর। এবার ম্যাঙ্গো ফেস্টিভ্যালেও হাজির হয়েছেন নরেন্দ্র মোদি। এই আম উৎসবে মোদির নামে এবার আম রাখা হয়েছে। উত্তর প্রদেশের লখনৌতে চলছে এই উৎসব।

জানা গেছে, এই উৎসবে দশেরি, চৌসা, হোসনাহার, মল্লিকা, কেশর, টমি আটকিন্স, ল্যাঙড়াসহ মোট ৭০০ রকমের আমের প্রদর্শনী চলছে। উদ্যোক্তারা ৪৫০ গ্রাম ওজনের এক প্রজাতির আমের নাম মোদিকে উৎসর্গ করেছেন।  

এই আম উৎসবের জেনারেল সেক্রেটারি উপেন্দ্র কুমার সিং।  তিনি বলছেন, মোদিজির যেমন ৫৬ ইঞ্চি বুকের ছাতি, এই আমেরও তেমন সাইজ।  তাই সেই বিচারেই এই আমের নাম দেওয়া হয়েছে 'মোদি ম্যাঙ্গো'।  

তিনি জানান, ভবিষ্যতে এই নামের পেটেন্ট রাখার চেষ্টা করবেন তাঁরা।

উত্তর প্রদেশের সরকার সেখানকার পর্যটন শিল্প এবং উদ্যানপালন বিভাগের সাথে যৌথভাবে এই আম উৎসবের আয়োজন করেছে।

লোকসভা নির্বাচনের সময়ে নরেন্দ্র মোদির সাক্ষাৎকার নেন অভিনেতা অক্ষয় কুমার।  সেখানে মোদি আমের প্রতি তাঁর ভালবাসার কথাও জানান। এরপর আম ব্যবসায়ীরা সে কথাও মাথায় রেখেছিলেন। এবারতো উৎসবেই রয়ে গেলেন মোদি। 

দু'দিনের এই উৎসবের ফিতে কেটে উদ্বোধন করেছেন উত্তরপ্রদেশের বনমন্ত্রী দারা সিং চৌহান।  সঙ্গে ছিলেন সেখানকার রাজ্যপাল রাম নায়েকও।

সূত্র : দ্য ওয়াল 

মন্তব্যসাতদিনের সেরা