kalerkantho

শনিবার । ৩১ শ্রাবণ ১৪২৭। ১৫ আগস্ট ২০২০ । ২৪ জিলহজ ১৪৪১

গলায় হটডগ আটকে বাবামা'র সামনেই ছেলের করুণ মৃত্যু!

কালের কণ্ঠ অনলাইন   

২৪ জুন, ২০১৯ ১৪:০৬ | পড়া যাবে ২ মিনিটেগলায় হটডগ আটকে বাবামা'র সামনেই ছেলের করুণ মৃত্যু!

প্রতীকী ছবি

৮ বছর বয়সী এক ছেলে গলায় হটডগ আটকে মারা গেছে। আর তার এই মৃত্যু হয়েছে বাবামা'র সামনেই। গতকাল রবিবার ভোররাতে স্পেনের অদূরে পশ্চিম আফ্রিকা সংলগ্ন গ্রান কানেরিয়া দ্বীপের টেলদে শহরে এ ঘটনা ঘটে। 

ছোট্ট একটি শহর টেলদে। শহরটিতে ১ লাখ ২০ হাজার লোকের বসবাস। সমুদ্র উপকূলবর্তী শহরটিতে রয়েছে বেশ কিছু চার্চ। এই শহরেই ছেলেটি পরিবারের সঙ্গে ছুটি কাটানোর সময়ে মর্মান্তিক ঘটনাটি ঘটল। 

রবিবার ওই শহর চলছিল সান জুয়ান উৎসব। উৎসবে মেতে ছিলেন সকলে। সমুদ্র-উপকূলবর্তী জায়গাটায় একটি বিচবারে চলছিল উৎসব। তখন ভোর হচ্ছিল।  আর সে সময় এক কামড় হটডগ মুখে দিয়েছিল ছেলেটি। এতে গলায় বিষম লাগে তার।  সে সময় পাশে ছিলেন তার মা-বাবা এবং পরিবারের অন্য সদস্যরা।  

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বারবার তাকে সুস্থ করার চেষ্টা করা হচ্ছিল। একঘণ্টা ধরে এই চেষ্টা চালানো হয়।  মেডিকেল টিম এসে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টাও করে।  কিন্তু শেষরক্ষা হয়নি।

এদিকে এ ঘটনায় ছেলেটির মা বাবা ট্রমায় চলে গেছেন। তাঁদের মেডিকেল চেকআপে রাখতে হচ্ছে।  

এই ঘটনার পরে স্থানীয় কাউন্সিল জানিয়েছে, রবিবার ও সোমবার সেখানে আর কোনও উৎসব করা যাবে না।  

ওই স্থা্নের সরকারি কার্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।  বাচ্চাটির পরিবারের চিকিৎসার দেখাশোনাও করছে সরকার। এ ঘটনায় পরিবারকে মেয়র হেক্টর সুয়ারেজ গভীর সমবেদনা জানিয়েছেন। 

সূত্র : দ্য ওয়াল 

মন্তব্যসাতদিনের সেরা