kalerkantho

মঙ্গলবার । ২৩ আষাঢ় ১৪২৭। ৭ জুলাই ২০২০। ১৫ জিলকদ  ১৪৪১

ফের তীব্র ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

কালের কণ্ঠ অনলাইন   

২৪ জুন, ২০১৯ ১১:৪৬ | পড়া যাবে ১ মিনিটেফের তীব্র ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

রিখটার স্কেলে এই ভূকম্পনের তীব্রতা ছিল ৭.৫

আবারও তীব্র ভূমিকম্প আঘাত হেনেছে ইন্দোনেশিয়ায়। আজ সোমবার দেশটির বান্দা সমুদ্র তীরবর্তী এলাকায় এ ভূমিকম্প আঘাত হেনেছে। 

জানা গেছে, রিখটার স্কেলে এই  ভূকম্পনের তীব্রতা ছিল ৭.৫। কিন্তু এর জেরে সুনামি সতর্কতা জারি করা হয়নি। 

এদিকে, মার্কিন জিওলজিক্যাল সার্ভে বলছে, সোমবার ইন্দোনেশিয়ার বান্দা সমুদ্র তীরবর্তী প্রত্যন্ত এলাকায় ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ভূমি থেকে ১৩৬ মাইল গভীরে। তবে কম্পনের তীব্রতা বেশি হলেও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। 

অন্যদিকে,প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পের জেরে সুনামির কোনও সম্ভাবনা নেই। 

 

মন্তব্যসাতদিনের সেরা