kalerkantho

মঙ্গলবার। ১৬ জুলাই ২০১৯। ১ শ্রাবণ ১৪২৬। ১২ জিলকদ ১৪৪০

গুলিবিদ্ধ ইথিওপিয়ার সেনাপ্রধান

কালের কণ্ঠ অনলাইন   

২৩ জুন, ২০১৯ ১২:৫৫ | পড়া যাবে ১ মিনিটেগুলিবিদ্ধ ইথিওপিয়ার সেনাপ্রধান

জেনারেল সিয়ারে মেকননেন

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ জানিয়েছেন, দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল সিয়ারে মেকননেন গুলিবিদ্ধ হয়েছেন। উত্তরাঞ্চলীয় আমহারা অঞ্চলে গুলিবিদ্ধ হন তিনি।

রবিবার সকালে প্রধানমন্ত্রী আবি রাষ্ট্রীয় টেলিভিশনে দেশবাসীর উদ্দেশে এ কথা জানিয়েছেন। 

প্রধানমন্ত্রী জানান, আমহারা অঞ্চলের রাজধানী বাহির দারে হামলার ঘটনায় বেশ কয়েকজন কর্মকর্তাও নিহত হয়েছেন। একদল 'ভাড়াটে সেনা' সেনাবাহিনীর প্রধান জেনারেল সিয়ারে মেকননেনের ওপর হামলা চালিয়েছে।  

আবি জানান, কয়েকজন কর্মকর্তা আমহারায় বৈঠক করার সময় 'সহকর্মীদের' গুলিতে নিহত হন।

এদিকে, পরিস্থিতির বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি প্রধানমন্ত্রী। জেনারেল মেকননেন নিহত না আহত হয়েছেন, তা পরিষ্কার হয়নি। 

আমহারায় 'একটি সামরিক অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল' বলে এর আগে জানিয়েছিল সরকার।

সূত্র : বিবিসি 

মন্তব্যসাতদিনের সেরা