সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১
পাকিস্তানের সবচেয়ে মোটা ব্যক্তি নূর হাসান
নূর হাসান। তিনিই পাকিস্তানের সবচেয়ে মোটা ব্যক্তি। দীর্ঘদিন ধরেই স্থূলতার জন্য শয্যাশায়ী নূর। তাঁর শরীরে নানা রোগ বাসা বেঁধেছে। নূরকে উদ্ধার করে ঘর থেকে বের করে হাসপাতালে নিয়ে যেতে দেয়াল ভাঙতে হয়েছে উদ্ধারকারী সেনাদের। কারণ, এতো ভারী ওজনের ব্যক্তিকে দরজা দিয়ে বের করা যাচ্ছিল না।
পাকিস্তানের সবচেয়ে বেশি ওজন তাঁর ; বর্তমানে তাঁর ওজন ৩৩০ কেজি, বিছানাতেই স্থায়ী বাস তাঁর, হাঁটা তো দূরের কথা, বিছানা ছাড়তেই পারেন না তিনি।
নূর হাসানকে উদ্ধার করে লাহোরের একটি হাসপাতালে ভর্তি করা হয় চিকিত্সার জন্য। স্থানীয় বাসিন্দা ও সেনা একত্রে নূরকে উদ্ধার করেন। এরপর একটি বিশেষ মিলিটারি হেলিকপ্টারে করে তাঁকে নিয়ে যাওয়া হয় লাহোরে।
নূর হাসানকে সুস্থ জীবন ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে পাকিস্তান। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ নূরকে সুস্থ করার জন্য বিশেষ চিকিত্সার ব্যবস্থা করেছেন ।
নূর হাসানকে উদ্ধার অভিযান
নূর হাসানকে উদ্ধার করে ঘর থেকে বার করতে গিয়ে দেয়াল ভাঙতে হয় উদ্ধারকারী সেনাদের । কারণ, এতো ভারী ওজনের ব্যক্তিকে দরজা দিয়ে বের করা যাচ্ছিল না ।
খবরটি ইউনিকোড থেকে বিজয়ে নিতে ব্যবহার করুন কালের কণ্ঠের বাংলা কনভার্টার-
https://www.kalerkantho.com/home/converter
মন্তব্য