kalerkantho

বৃহস্পতিবার । ২৯ শ্রাবণ ১৪২৭। ১৩ আগস্ট ২০২০ । ২২ জিলহজ ১৪৪১

দুই মাস ওমরাহ ভিসা বন্ধ রাখার ঘোষণা

কালের কণ্ঠ অনলাইন   

২৩ জুন, ২০১৯ ১১:০১ | পড়া যাবে ২ মিনিটেদুই মাস ওমরাহ ভিসা বন্ধ রাখার ঘোষণা

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ১৭ জুন থেকে ওমরাহ ভিসার জন্য আবেদন গ্রহণ করা বন্ধ রেখেছে। আগামী ১৬ আগস্ট (১৫ জিলহজ) থেকে আবারও চলতি মৌসুমের ওমরাহ পালনের জন্য ভিসার আবেদন গ্রহণ করা হবে। মক্কা ডেইলির প্রতিবেদনের বরাত দিয়ে গণমাধ্যম সৌদি গ্যাজেট এ কথা জানিয়েছে। 

সৌদি আরবের ন্যাশনাল কমিটি ফর দ্য হজ অ্যান্ড ওমরাহ'র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ বিন বাদি জানান, আগামী ১৬ আগস্ট (১৫ জিলহজ) থেকে আবারও চলতি মৌসুমের ওমরাহ পালনের জন্য ভিসার আবেদন গ্রহণ করা হবে। এই ভিসা পাঁচ দিনের মধ্যে ইস্যু করা হবে। এটির মেয়াদ হবে এক মাস।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আর হজকে সামনে রেখেই সৌদি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। সেক্ষেত্রে আগামী ১৬ আগস্ট থেকে আবার ওমরাহ ভিসা চালু হবে।

জানা গেছে, ২০১৯ সালে এখন পর্যন্ত ৭৬ লাখ ৫০ হাজার ৭৩৬টি ওমরাহ ভিসা ইস্যু করা হয়েছে। এসব হাজিদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক এসেছেন পাকিস্তান থেকে। এরপরেই ইন্দোনেশিয়া, ভারত, মিসর, আলজেরিয়া, ইয়েমেন, তুরস্ক, মালয়েশিয়া, ইরাক ও জর্ডানের অবস্থান। 

সূত্র: খালিজ টাইমস

খবরটি ইউনিকোড থেকে বিজয়ে নিতে ব্যবহার করুন কালের কণ্ঠের বাংলা কনভার্টার-

https://www.kalerkantho.com/home/converter

মন্তব্যসাতদিনের সেরা