kalerkantho

শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১     

সাইকেল-মোটরসাইকেল দেখলেই তেড়ে গিয়ে গরুর গুঁতা! (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

১৯ জুন, ২০১৯ ২১:৩২ | পড়া যাবে ১ মিনিটেভারতের গুজরাটের রাজকোটের রাস্তায় বুধবার সকাল থেকেই ত্রাহি ত্রাহি রব। কেউ রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে পারছেন না। কারণ মাঝ রাস্তায় দাঁড়িয়ে সাক্ষাৎ শিবের বাহন।

রাস্তা দিয়ে যেই যেতে চাচ্ছেন, তাঁকে গুঁতিয়ে, ঠেলে প্রায় আধমরা করে দেওয়ার জোগাড় করছে ষাঁড়টি। অনেকক্ষণ এই ঘটনা চলার পরে ষাঁড়টিকে নিয়ে গিয়ে গোশালায় ছেড়ে দেওয়া হয়েছে।

ভিডিতে দেখা যাচ্ছে, একজন প্রৌঢ় ব্যক্তি সাইকেল নিয়ে যাওয়ার সময়ই রাস্তার কোণে দাঁড়িয়ে থাকা ষাঁড়টি গুঁতিয়ে দেয় তাঁকে। তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে ফের সরে আসতে গেলে ফের এগিয়ে এসে শিং উঁচিয়ে গুঁতোয় ষাড়টি। পরে তাঁকে একটি যুবক উদ্ধার করে নিয়ে যায়। দৃশ্যতই ওই প্রৌঢ় চোট পেয়েছেন।

পরে আরও এক যুবকের সঙ্গেও একই কাণ্ড করে ষাঁড়টি। সে আবার বাইক চালিয়ে আসছিল। সোজা ছুটে গিয়ে ধাক্কা দিয়ে যুবককে ফেলে দেয় ষাঁড়টি। পরে প্রশাসন থেকে লোক পাঠিয়ে ষাঁড়টিকে ধরে নিয়ে গোশালায় ছেড়ে দেওয়া হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা