kalerkantho

সোমবার । ২৯ আষাঢ় ১৪২৭। ১৩ জুলাই ২০২০। ২১ জিলকদ ১৪৪১

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নেটওয়ার্কে হানা ইরানের, বিপদে মার্কিন গুপ্তচররা

কালের কণ্ঠ অনলাইন   

১৯ জুন, ২০১৯ ১৭:৫৮ | পড়া যাবে ১ মিনিটেযুক্তরাষ্ট্রের গোয়েন্দা নেটওয়ার্কে হানা ইরানের, বিপদে মার্কিন গুপ্তচররা

ইন্টারনেটে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নেটওয়ার্কের সেইফ সিস্টেমে ঢুকতে সক্ষম হয়েছে ইরান। সাইবার জগতে ইরানের এই সাফল্যের কারণে মার্কিন গুপ্তচররা বিপদের মুখে রয়েছে।

ইরানি গোয়েন্দা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম আইআরআইয়ের খবরে বলা হয়েছে, ইরানের গোয়েন্দা বাহিনী ইন্টারনেটে যুক্তরাষ্ট্রের সেইফ সিস্টেমের ভেতরে ঢুকেছে।

মার্কিন গোয়েন্দা সংস্থা স্বীকার করেছে যে, তাদের গুপ্তচরেরা বিপদের মুখে পড়েছে এবং তারা তাদেরকে প্রত্যাহার করেছে। ইরানসহ আরো কয়েকটি দেশে এসব গুপ্তচর কাজ করছিল।

এদিকে মার্কিন কেন্দ্রীয় সংস্থা সিআইএ’র একটি বিশাল নেটওয়ার্ককে বানচাল করে দিয়েছেন ইরানি গোয়েন্দারা।

মঙ্গলবার ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের গুপ্তচর-বিরোধী বিভাগের পরিচালক জানান, তার বিভাগ এমন উন্নত কিছু ব্যবস্থা গ্রহণ করেছে যার কারণে যেকোনো গুপ্তচর নেটওয়ার্ককে চিহ্নিত ও বানচাল করা সম্ভব। তিনি বলেন, যেকোনো গুপ্তচর নেটওয়ার্কের ওপর ইরানি গোয়েন্দাদের পূর্ণ নিয়ন্ত্রণ ও প্রাধান্য রয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা