kalerkantho

শনিবার । ১৪ ডিসেম্বর ২০১৯। ২৯ অগ্রহায়ণ ১৪২৬। ১৬ রবিউস সানি               

জাপানে ৬.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

কালের কণ্ঠ অনলাইন   

১৮ জুন, ২০১৯ ২০:৩২ | পড়া যাবে ১ মিনিটেজাপানে ৬.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জাপানে শক্তিশালী ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির উত্তর উপকূলে মঙ্গলবার ভূমিকম্পটি আঘাত হানে বলে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে। দেশটিতে সুনামি সতর্কতা জারি করেছে সরকার। 

দেশটির হোনসু দ্বীপ থেকে ৫৩ মাইলে দূরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাপান সাগরের সাত মাইল গভীরে। তবে ভূমিকম্পের কারণে প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতি হওয়ার কোনো খবর এখনো পাওয়া যায়নি। দেশটির আবহাওয়া-সংক্রান্ত সংস্থা ওসব অঞ্চলের সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলীয় দ্বীপেগুলোতেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা