kalerkantho

শনিবার । ২০ জুলাই ২০১৯। ৫ শ্রাবণ ১৪২৬। ১৬ জিলকদ ১৪৪০

সৌদিতে ড্রোন হামলা চলছেই

কালের কণ্ঠ অনলাইন   

১৮ জুন, ২০১৯ ১৭:৫১ | পড়া যাবে ১ মিনিটেসৌদিতে ড্রোন হামলা চলছেই

প্রতীকী ছবি

ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আবারও ড্রোন হামলা চালিয়েছে সৌদিতে। আজ মঙ্গলবার এই হামলা চালানো হয়েছে। তবে এই ড্রোন হামলা প্রতিহত করা গেছে। সৌদি জোটের মুখপাত্রের বরাতে এ তথ্য জানা গেছে। 

জানা গেছে, ওই ড্রোন হামলা আবহার আবাসিক এলাকা লক্ষ্য করে চালানো হয়েছে। নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানার আগেই সফলভাবে ড্রোন দু'টি ভূপাতিত করা সম্ভব হয়েছে। কোন ক্ষয়ক্ষতি হয়নি।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই সৌদির বিভিন্নস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে হুথি বিদ্রোহীরা। গত মাসে সৌদির জিযান শহরে একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়। গত সপ্তাহেও আবহা এলাকায় বেশ কয়েকবার হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। সে সময় বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র হামলায় ২৬ জন আহত হয়।

সূত্র : সৌদি প্রেস এজেন্সি, গাল্ফ নিউজ 

মন্তব্যসাতদিনের সেরা