kalerkantho

শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১     

পাকিস্তানি রাজনীতিবিদের মুখে বিড়ালের গোঁফ ও কান!

কালের কণ্ঠ অনলাইন   

১৬ জুন, ২০১৯ ১৬:১৭ | পড়া যাবে ১ মিনিটেপাকিস্তানি রাজনীতিবিদের মুখে বিড়ালের গোঁফ ও কান!

সামাজিক যোগাযোগের মাধ্যমে এবার মুখ পুড়ল পাকিস্তানের ক্ষমতাসীন দল 'তেহরিক-এ-ইনসাফ' এর। সাংবাদিক সম্মেলনের সময় লাইভে দলীয় এক নেতার মুখে বসে গেল বিড়ালের প্রতিকৃতি! আর সেই ঘটনা ঘিরেই চরম হাসির পাত্র হলো ইমরান খানের দল!

যদিও হ্যাক বা অন্য কিছুর কারণে এমনটা হয়নি। ফেসবুক লাইভের সময় নিজেরাই ক্যাট-ফিল্টার অন করে রেখেছিলেন তেহরিক-এ-ইনসাফ দলের কর্তৃপক্ষ। 

এই ফিল্টার চালু করা থাকলে, নিজে থেকেই ক্যামেরা কোনো মুখ খুঁজে নিয়ে তাতে বিড়ালের অবয়ব বসিয়ে দেয়। আর এক্ষেত্রেও লাইভে সেই ঘটনাই ঘটেছে।

লাইভের সময়ই অনেকে কমেন্ট করে বিষয়টি নজরে আনার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে স্ক্রিনশটের পর স্ক্রিনশটে ভরে গেছে সোশ্যাল মিডিয়া। 

বিভিন্ন জায়গায় পোস্ট হতে থাকে সেই স্ক্রিনশটের ছবি। এভাবেই আরেকবার আন্তর্জাতিক মহলের কাছে মুখ পুড়েছে পাকিস্তানের শাসকদলের।

মন্তব্যসাতদিনের সেরা