kalerkantho

বুধবার । ২১ শ্রাবণ ১৪২৭। ৫ আগস্ট  ২০২০। ১৪ জিলহজ ১৪৪১

জেলে সাবেক মুখ্যমন্ত্রীর সেলে মিলল মোবাইল-চার্জার-তামাকের প্যাকেট

কালের কণ্ঠ অনলাইন   

১৫ জুন, ২০১৯ ১৮:০০ | পড়া যাবে ১ মিনিটেজেলে সাবেক মুখ্যমন্ত্রীর সেলে মিলল মোবাইল-চার্জার-তামাকের প্যাকেট

ভারতের তিহার কারাগারে বহাল তবিয়তে রয়েছেন হরিয়ানার সাবেক মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌতালা। ভারতেরর সবচেয়ে সুরক্ষিত কারাগারে থেকেও মোবাইল ফোনের সুবিধা পাচ্ছেন ভেবে অনেকেই বিস্মিত।

কারাগারে আচমকা তার সেলে তল্লাশি চালাতেই মিলল মোবাইল ফোন, চার্জার, তার, তামাকের প্যাকেট। কীভাবে সেলের মধ্যে মোবাইল ফোন গেল তা নিয়ে প্রশ্ন উঠছে।

তিহার কারাগারের অতিরিক্ত আইজি রাজকুমার জানিয়েছেন, চৌতালার সেলে আরো দু'জন কয়েদি রয়েছে। তাদের মধ্যে একজন ওইসব জিনিস রাখার কথা স্বীকার করেছে। তবে দেখার বিষয় হলো ওই মোবাইল ফোন চৌতালা ব্যবহার করেছিলেন কিনা।

কারাগারের একজন কর্মকর্তা জানিয়েছেন, কারা কর্তৃপক্ষের নির্দেশে ৩২ নম্বর সেলে তল্লাশি চালানো হয়। ওই সেলে থাকেন ওম প্রকাশ চৌতালা, রমেশ শর্মা ও সুরেন্দর নামে তিন কয়েদি। শর্মা স্বীকার করেছেন ওইসব জিনিস তারই।

২০১৩ সালে রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হন ওম প্রকাশ চৌতালা। ওই মামলায় চৌতালা ও তার ছেলের ১০ বছরের কারাদণ্ড হয়।  

মন্তব্যসাতদিনের সেরা