kalerkantho

রবিবার । ১৯ জানুয়ারি ২০২০। ৫ মাঘ ১৪২৬। ২২ জমাদিউল আউয়াল ১৪৪১     

গুজরাটে নর্দমা পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে সাতজনের মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

১৫ জুন, ২০১৯ ১৬:৪১ | পড়া যাবে ২ মিনিটেগুজরাটে নর্দমা পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে সাতজনের মৃত্যু

গুজরাটের একটি হোটেলের নর্দমা পরিষ্কারের সময় দম বন্ধ হয়ে সাতজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। তাদের মধ্যে ওই হোটেলের তিনজন কর্মীও রয়েছেন।

ভদোদরা শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত ফার্টিকুই গ্রামের একটি হোটেলে ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনা। সাতজনের মধ্যে তিনজন ওই হোটেলের কর্মী এবং বাকি চারজন সাফাই কর্মী। ইতোমধ্যেই শনাক্ত করা গেছে সাতজনকেই। 

হোটেলে তিন কর্মী অজয় বাসব, সহদেব বাসব আর বিজয় চৌহানের পাশাপাশি মৃত্যুফাঁদে প্রাণ হারান সাফাইকর্মী অশোক হরিজন, ব্রিজেশ হরিজন, মহেশ হরিজন ও মহেশ পতনওয়াড়িয়া। এই চার সাফাই কর্মীকে ডেকে আনা হয়েছিল দাভোইয়ের ধুবাবি গ্রাম থেকে।

এ ব্যাপারে দাভোই থানার ডিএসপি কল্পেশ সোলাঙ্কি জানান, কোন গ্যাসে, কীভাবে মৃত্যু হলো তাদের এবং প্রকৃত ঘটনা কি, সেটা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গেছে, প্রথমে নর্দমা পরিষ্কার করতে নামেন মহেশ পতনওয়াড়িয়া। দীর্ঘক্ষণ তার কোনো সাড়া না পেয়ে ম্যানহোলে নেমে পড়েন বাকিরাও। তাদেরও কোনো খোঁজ না পাওয়ায় এবার গর্তে নামেন হোটেলের বাকি তিন কর্মী। সবাই বিষাক্ত গ্যাসে অচৈতন হয়ে পড়েন ঘটনাস্থলেই।

ইতোমধ্যেই থানায় হোটেল মালিকের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, সাফাই কর্মীদের দিয়ে এভাবে নর্দমা পরিষ্কারের কাজ দীর্ঘদিন আগেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 

এ নিয়ে বৃহত্তর আন্দোলনও হয়েছে ভারত জুড়ে। তারপরেও জাত-পাতের বিভেদে এবং বংশ পরম্পরায় এই কাজ করে আসার জন্য আজও অন্য কাজ কপালে জোটে না ভারতীয় সাফাই কর্মীদের।

মন্তব্যসাতদিনের সেরা