kalerkantho

মঙ্গলবার। ১৬ জুলাই ২০১৯। ১ শ্রাবণ ১৪২৬। ১২ জিলকদ ১৪৪০

ফের সৌদি বিমানবন্দরে হুতিদের হামলা

কালের কণ্ঠ অনলাইন   

১৫ জুন, ২০১৯ ১২:৩৯ | পড়া যাবে ১ মিনিটেফের সৌদি বিমানবন্দরে হুতিদের হামলা

সৌদি আরবের আবহা বিমানবন্দর

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের আবহা বিমানবন্দরে আবারো ড্রোন হামলা চালিয়েছে। দুদিনের মধ্যে হুতি বিদ্রোহীরা সৌদিতে দ্বিতীয়বারের মতো হামলা চালাল। সৌদি কর্মকর্তারা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।  

সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, আবহা বিমানবন্দর এবং নিকটস্থ শহর খামিস মুসাহিটকে লক্ষ্য করে ৫টি ড্রোন হামলা হামলা চালানো হয়েছে। 

গতকাল শুক্রবার এ হামলা চালানো হয়েছে। এতে কোনো ধরনের হতাহতের খবর এখনও মিলেনি। এ হামলার পর প্লেন চলাচল আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। 

এর আগে, বুধবার আবহা বিমানবন্দরের হুতি বিদ্রোহিদের হামলায় ২৬ জন আহত হন। 

এদিকে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি তারা সেখানে ড্রোন হামলাও চালিয়েছে। 

অন্যদিকে সৌদি জোট বলছে, আবহা বিমানবন্দর এবং একই অঞ্চলের খামিস মুসহাইত এলাকায় পাঁচটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। 

সূত্র : বিবিসি, ফক্স নিউজ 

মন্তব্যসাতদিনের সেরা