kalerkantho

মঙ্গলবার । ২১ জানুয়ারি ২০২০। ৭ মাঘ ১৪২৬। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১     

দুই সহস্রাধিক কৃষকের ঋণ পরিশোধ করে প্রতিশ্রুতি রাখলেন অমিতাভ

কালের কণ্ঠ অনলাইন   

১৩ জুন, ২০১৯ ১৫:২০ | পড়া যাবে ২ মিনিটেদুই সহস্রাধিক কৃষকের ঋণ পরিশোধ করে প্রতিশ্রুতি রাখলেন অমিতাভ

কৃষদের সঙ্গে অভিষেক, অমিতাভ ও শ্বেতা বচ্চন (গোল চিহ্নিত)

ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণ কৃষকের পরিশোধ করে দেবেন বলে কথা দিয়েছিলেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন। সেই প্রতিশ্রুতি রেখেছেন বিগ বি। ভারতের বিহার রাজ্যের ২১০০ কৃষকের ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণ পরিশোধ করে দিয়েছেন অমিতাভ।  এ কথা নিজের ব্লগে জানিয়েছেন বলিউড শাহেনশা।  

অমিতাভ বচ্চন গতকাল বুধবার নিজের বাসভবনে মেয়ে শ্বেতা বচ্চন ও অভিষেক বচ্চনের হাত দিয়ে এই চেক কৃষকদের হাতে তুলে দিয়েছেন। কৃষকদের হাতে চেক তুলে দেওয়ার বেশকিছু ছবিও নিজের ব্লগে পোষ্ট করেছেন তিনি। এই ঋণ পরিশোধের বিষয়টি কৃষকদের জন্য তাঁর উপহার হিসেবেই অভিহিত করেছেন অমিতাভ। 

কৃষকের হাতে চেক তুলে দিচ্ছেন শ্বেতা বচ্চন 

কৃষকের হাতে চেক তুলে দিলেন অভিষেক বচ্চন 

এমন ঘটনা এই প্রথম নয়, এর আগে গত বছর উত্তরপ্রদেশের কৃষকদের ঋণও পরিশোধ করেছিলেন অমিতাভ বচ্চন। কেবল কৃষকদেরই না পুলওয়ামাকাণ্ডে নিহত জওয়ানদের স্ত্রীদের হাতেও টাকা তুলে দেন বিগ বি। 

কৃষকদের সঙ্গে শ্বেতা বচ্চন ও অভিষেক বচ্চন 

নিজের ব্লগে ৭৬ বছর বয়সী অভিনেতা লিখেছেন, আরও একটা প্রতিশ্রুতি পূরণ হলো।

                                                     বক্তব্য রাখছেন বিগ-বি (দু'পাশে ছেলেমেয়ে)

প্রসঙ্গত, খুব শীঘ্রই অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র' ছবিতে রণবীর-আলিয়াদের সঙ্গে দেখা যাবে বিগ বি-কে। 

সূত্র : জি-নিউজ 

মন্তব্যসাতদিনের সেরা