kalerkantho

শনিবার । ২৫ জানুয়ারি ২০২০। ১১ মাঘ ১৪২৬। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১     

কাপড়ের দোলনায় খেলতে গিয়ে প্রাণ হারাল দুই শিশু

কালের কণ্ঠ অনলাইন   

১১ জুন, ২০১৯ ১৯:০৮ | পড়া যাবে ১ মিনিটেকাপড়ের দোলনায় খেলতে গিয়ে প্রাণ হারাল দুই শিশু

কাপড়ের দোলনা।

ভারতের পশ্চিমবঙ্গে কাপড়ের দোলনা বানিয়ে খেলার সময় পিলার চাপা পড়ে নিহত হয়েছে দুই শিশু। সেই সাথে আরও এক শিশু আহত হয়েছে। সোমবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাগদা থানার কুরুলিয়া ঝাউখালি এলাকায়।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সোমবার রাতে সুকুমারের ছোট মেয়ে পায়েলের সঙ্গে খেলছিল তার বড় মেয়ে ও মেজ মেয়ের দুই সন্তান। সেই সময় ঘরের একটি জানলা ও কংক্রিটের পিলারে কাপড় বেঁধে দোলনা তৈরি করে ওই তিনজন। এরপর তিনজন একসঙ্গে ওই দোলনায় ওঠে। একসঙ্গে দোলনায় উঠতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পিলারটি। ভাঙা পিলারের নিচে চাপা পড়ে যায় তারা। পরিবারের সদস্যরা দেখতে পেয়ে পিলারের নিচ থেকে তাদের উদ্ধার করে। 

প্রথমে তাদের বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় একজনকে। পরিস্থিতির অবনতি হওয়ায় বাকি দু’জনকে বনগাঁ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় তাদের।

এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এরিমধ্যে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে বলছেন তদন্তকারী কর্মকর্তারা।

মন্তব্যসাতদিনের সেরা