kalerkantho

রবিবার। ১৬ জুন ২০১৯। ২ আষাঢ় ১৪২৬। ১২ শাওয়াল ১৪৪০

গভীর নলকূপে আটকে পড়া শিশু ফতেবীর ১০৯ ঘণ্টা পর উদ্ধার, তবে...

কালের কণ্ঠ অনলাইন   

১১ জুন, ২০১৯ ১১:৩৬ | পড়া যাবে ১ মিনিটেগভীর নলকূপে আটকে পড়া শিশু ফতেবীর ১০৯ ঘণ্টা পর উদ্ধার, তবে...

১৫০ ফুট গভীর নলকূপে আটকে পড়েছিল ৩ বছরের এক শিশু। ভারতের পাঞ্জাব প্রদেশে এমনটাই ঘটেছে। দেশটির উদ্ধারকারী দল ১০৯ ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করেছে । তবে উদ্ধারের পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে।  ওই শিশুটির নাম ফতেবীর। 

মঙ্গলবার সকাল ৫টা ১২ মিনিটে সাংগুর নামক স্থানে পুলিশ, স্থানীয় বাসিন্দার সহায়তায় নলকূপটি থেকে শিশু ফতেবীরকে উদ্ধার করে এনডিআরএফ (জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া ফোর্স)

ফতেবীর গত বৃহস্পতিবার বাড়ির সামনে খেলতে খেলতে ১৫০ ফুট গভীর নলকূপের ভেতরে পড়ে যায় । তার বাড়ি সাংগুর জেলার ভগবানপুরা গ্রামে। শিশুটির মায়ের দাবি, ওই গভীর নলকূপটি কাপড় দিয়ে ঢাকা ছিল। দীর্ঘদিন যাবৎ ওই নলকূপটি ব্যবহার করা হতো না।

 পুলিশ জানিয়েছে, ফতেবীরকে অনেক চেষ্টার পর নলকূপটি থেকে উদ্ধার করা হয়। আর তারপরই তাকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সূত্র : এনডিটিভি

মন্তব্যসাতদিনের সেরা