kalerkantho

বুধবার । ২৪ জুলাই ২০১৯। ৯ শ্রাবণ ১৪২৬। ২০ জিলকদ ১৪৪০

সিরিয়ায় ইসরায়েলি হামলা; নিহত ১৩

কালের কণ্ঠ অনলাইন   

৩ জুন, ২০১৯ ১৮:২৮ | পড়া যাবে ১ মিনিটেসিরিয়ায় ইসরায়েলি হামলা;  নিহত ১৩

সিরীয় বাহিনীর বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল

সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল। ২৪ ঘণ্টায় দুই দফায় দেশটির হোমস প্রদেশে হামলা চালানো হয়েছে। এতে ১৩ জন নিহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এ তথ্য নিশ্চিত করেছে। 

সংবাদ সংস্থা সানা জানায়, হোমস প্রদেশে সিরীয় বাহিনীর বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে একটি গুদামও ধ্বংস হয়ে গেছে।

ওই বিমানঘাঁটিতে সিরীয় সেনাবাহিনীর পাশাপাশি ইরানি যোদ্ধা ও হিজবুল্লাহ আধাসামরিক বাহিনীর সদস্যরাও অবস্থান করছিলেন। 

এদিকে সিরিয়ায় হামলার বিষয়টি স্বীকার করে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি বাহিনী মুখপাত্র এক টুইটবার্তায় জানান, এসব হামলায় সিরীয় বাহিনীর অস্ত্রভাণ্ডারসহ অসংখ্য সামরিক স্থাপনা টার্গেটে ছিল। সফলভাবে হামলাটি পরিচালিত হয়েছে। 

মন্তব্য