kalerkantho

সোমবার । ২০ জানুয়ারি ২০২০। ৬ মাঘ ১৪২৬। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪১     

ভোটে অঙ্কের চেয়ে রসায়ন বেশি কাজ করে : মোদি

কালের কণ্ঠ অনলাইন   

২৭ মে, ২০১৯ ১৪:১৫ | পড়া যাবে ১ মিনিটেভোটে অঙ্কের চেয়ে রসায়ন বেশি কাজ করে : মোদি

'আপনারা ছিলেন বলেই জয় নিয়ে আমার আত্মবিশ্বাস ছিল'। লোকসভা নির্বাচনে বড় জয়ের পর প্রথমবার নিজের লোকসভা আসন বারানসিতে গিয়ে এ কথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এই নির্বাচন প্রমাণ করেছে ভোটে অঙ্কের চেয়ে রসায়ন বেশি কাজ করে। প্রত্যেক বাড়িতে একজন করে মোদি কাজ করেছে এই ভোটে। আপনারা পাশে ছিলেন বলেই আমি জয় নিয়ে আত্মবিশ্বাসী ছিলাম।

তিনি বলেন, তিনটে নির্বাচনে উত্তর প্রদেশ দেশের রাজনীতিতে বিরাট বদল হয়েছে। ২০১৪, ২০১৭ এবং ২০১৯ সালে বিজেপির পক্ষে ভোট দিয়ে দেশের রাজনৈতিক বোদ্ধাদের পড়াশোনা চিন্তার মুখে পড়েছে। বিজেপি ক্ষমতায় এলে বিরোধীরা জায়গা পায়। ত্রিপুরা এর সবচেয়ে বড় উদাহরণ। বামেদের শাসনে বিরোধীদের কথা শোনা হতো না। তাঁদের খবর কেউ রাখত না। এখন ত্রিপুরায় বিরোধীদের উপস্থিতি আছে। তাঁদের কথা সবাই জানে। প্রধানমন্ত্রী বলেন, আমাদের দল কখনও ভোট ব্যাঙ্কের রাজনীতি করেনি। শাসক বা বিরোধী কোনো অবস্থাতেই আমরা ভোট ব্যাঙ্কের রাজনীতি করি না।
সূত্র : এনডিটিভি

মন্তব্যসাতদিনের সেরা