kalerkantho

শুক্রবার। ২৬ আষাঢ় ১৪২৭। ১০ জুলাই ২০২০। ১৮ জিলকদ ১৪৪১

স্মার্টফোন না পেয়ে প্রেমিককে ৫২ চড় (ভিডিওসহ)

কালের কণ্ঠ অনলাইন   

২৭ মে, ২০১৯ ১২:৩৯ | পড়া যাবে ২ মিনিটেস্মার্টফোন না পেয়ে প্রেমিককে ৫২ চড় (ভিডিওসহ)

আনঅফিসিয়ালি ২০ মে কে ভালোবাসার দিন হিসেবে পালন করে থাকেন চীনের তরুণ-তরুণীরা। আর বিশেষ এই দিনটি সামনে রেখে এক চীনা প্রেমিকা তাঁর প্রেমিকের কাছে একটি স্মার্টফোন দাবি করেছিলেন। প্রেমিক সেই আবদার মেটাতে না পারায় তাঁকে গুনে গুনে ৫২টি চড় দিলেন অভিমানী প্রেমিকা।

চীনের ডাজহৌ শহরের রাস্তায় প্রকাশ্যে প্রেমিককে চড় মারার ঘটনাটি ঘটে। শহরের সিসিটিভি ফুটেজ ও পথচারীদের মোবাইলে ঘটনাটি ক্যামেরাবন্দি হয়।

গণমাধ্যম এশিয়া ওয়ান জানাচ্ছে, ঘটনার পর পুলিশ এসে ওই যুগলকে কাউন্সেলিং এর জন্য থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু প্রেমিকার 'কোনো ক্ষতি হতে পারে' এই কারণে থানায় না নেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করেন 'চড় খাওয়া প্রেমিক'। পরে পুলিশ ওই যুগলকে কাউন্সেলিং করে ছেড়ে দেয়। 

পুলিশ জানিয়েছে, ওই প্রেমিকা অনেকদিন ধরেই তাঁর প্রেমিককে আর্থিক সহায়তা করে আসছিলেন।  সাধ করে চীনের ভ্যালেন্টাইনস ডে-তে স্মার্টফোন উপহার চেয়েছিলেন। কিন্তু তা কিনে দিতে পারেননি প্রেমিক। সেই রাগেই প্রেমিককে ৫২টি চড় মারেন তিনি।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, প্রেমিককে একের পর এক চড় মেরে যাচ্ছেন প্রেমিকা। আর অসহায়ভঙ্গিতে চড় সহ্য করে যাচ্ছেন তিনি। এ ঘটনা দেখে আশপাশে লোকজন জড়ো হয়। কয়েকজনকে প্রেমিকাকে বুঝ দিতেও দেখা যায়।
 

মন্তব্যসাতদিনের সেরা